Advertisement
০৭ মে ২০২৪
International

ভারতবিরোধী জঙ্গিদের আখড়া করাচি, বলছে আন্তর্জাতিক রিপোর্ট

ভারতবিরোধী সন্ত্রাসবাদী সংগঠন ও অপরাধ চক্রগুলির আখড়া হয়ে উঠেছে করাচি। পাকিস্তানের বন্দর শহরের মাদ্রাসাগুলির সঙ্গে নিয়মিত যোগসাজশ রেখে চলে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলি। আর তাদের প্রকাশ্যেই মদত দেয় পাক সেনাবাহিনী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৩৮
Share: Save:

ভারতবিরোধী সন্ত্রাসবাদী সংগঠন ও অপরাধ চক্রগুলির আখড়া হয়ে উঠেছে করাচি। পাকিস্তানের বন্দর শহরের মাদ্রাসাগুলির সঙ্গে নিয়মিত যোগসাজশ রেখে চলে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলি। আর তাদের প্রকাশ্যেই মদত দেয় পাক সেনাবাহিনী।

ভারতের অভিযোগ নয়, ব্রাসেলসের একটি থিঙ্ক-ট্যাঙ্ক সংগঠন ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’ (আইসিজি)-এর সাম্প্রতিক রিপোর্ট ওই তথ্য দিয়েছে। এও জানিয়েছে, পাক প্রশাসন অনেক সময় ওই মাদ্রাসাগুলির মাধ্যমেই লস্কর-ই-তৈবা, জামাত-উদ-দাওয়া, জইশ-ই-মহম্মদ ও শিয়াবিরোধী সংগঠন লস্কর-ই-ঝাংভির মতো জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলে। প্রশাসন ও জঙ্গি সংগঠনগুলির সুবাদে করাচির ওই মাদ্রাসাগুলিতে কখনওই কোনও অর্থাভাবে ভুগতে হয় না। ওই সন্ত্রাসবাদী সংগঠনগুলি যে শুধুই করাচিতে মাদ্রাসা চালায়, তাই নয়; প্রকাশ্যেই পাক প্রশাসনের কেষ্টবিষ্টুদের হাতে হাত মিলিয়ে তারা জনভিত্তি গড়ে তুলতে বিভিন্ন সেবামূলক অনুষ্ঠানেরও আয়োজন করে।

আরও পড়ুন- ‘দত্তক ছেলের’ কী দরকার! মোদীকে বিঁধলেন প্রিয়ঙ্কা

‘পাকিস্তান: স্টোকিং দ্য ফায়ার ইন করাচি’ শীর্ষক আইসিজি’র ওই রিপোর্টে তথ্য, পরিসংখ্যান দিয়ে দেখানো হয়েছে, কী ভাবে নিয়মিত জঙ্গি অনুপ্রবেশ, জাতি-সংঘর্ষ, রাজনৈতিক হানাহানি ও গোষ্ঠী-সংঘর্ষের রোজকার ঘটনা পাকিস্তানের সবচেয়ে বড় আর সবচেয়ে সমৃদ্ধশালী বন্দর-শহর করাচিকে একটি ‘প্রেসার কুকার’-এ পরিণত করেছে।

সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে কী ভাবে ইন্ধন জুগিয়ে যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী বা প্রশাসন?

আইসিজি’র রিপোর্ট বলছে, সন্ত্রাসবাদীদের ডেরাগুলির ওপর অভিযান চালানোর সময় পাকিস্তান রেঞ্জার্স করাচি শহর ও তার আশপাশের এলাকাগুলিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ‘ভাল জিহাদি’দের গায়ে হাত দেয় না। তাদের ঘাঁটিগুলি নির্মূল করে না। সেই ‘ভাল জিহাদি’দের মধ্যে রয়েছে জামাত-উদ-দাওয়া, জইশ-ই-মহম্মদের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anti-India Jihad Pakistan Karachi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE