Advertisement
E-Paper

দশক পেরিয়ে ২৪ চোরাই ছবি উদ্ধার, টানাপড়েন দু’দেশের

প্রায় এক দশক আগে নেদারল্যান্ডসের এক জাদুঘর থেকে চুরি গিয়েছিল ২৪টি প্রাচীন ছবি। এত দিন বাদে ইউক্রেনের ডনেৎস্কের কাছে একটি বাগানবাড়িতে সেগুলির সন্ধান মিলল। তবে ছবিগুলি ফেরত দেওয়া নিয়ে দু’দেশের মধ্যে শুরু হয়েছে টানাপড়েন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৫ ০৩:০৬
চুরি যাওয়া ছবিগুলির একটি। ছবি: এএফপি।

চুরি যাওয়া ছবিগুলির একটি। ছবি: এএফপি।

প্রায় এক দশক আগে নেদারল্যান্ডসের এক জাদুঘর থেকে চুরি গিয়েছিল ২৪টি প্রাচীন ছবি। এত দিন বাদে ইউক্রেনের ডনেৎস্কের কাছে একটি বাগানবাড়িতে সেগুলির সন্ধান মিলল। তবে ছবিগুলি ফেরত দেওয়া নিয়ে দু’দেশের মধ্যে শুরু হয়েছে টানাপড়েন।

২০০৫ সালের জানুয়ারির এক রাতে আমস্টারডামের উত্তরে হুর্ন শহরের ওয়েস্টফ্রাইস মিউজিয়াম থেকে চুরি যায় ২৪টি ছবি। যার মধ্যে রয়েছে ডাচ স্বর্ণ যুগের শিল্পী জ্যান ফান গোয়েন, জ্যান লিনসেন এবং জেকব ওয়্যাবেনের আঁকা ছবিও। এই ছবিগুলির মোট মূল্য ১৩ লক্ষ ইউরো বলে দাবি করেছেন জাদুঘর কর্তৃপক্ষ। ছবির সঙ্গে সঙ্গেই চুরি যায় রুপোর ৭০টি শিল্পসামগ্রীও। ঘটনার পরের দিন সকালে উঠে কর্তৃপক্ষ দেওয়ালে শুধু ছবির কাঠামোগুলি ঝুলতে দেখেন।

দশ বছর ধরে এই চুরির কিনারা করতে পারেননি কেউই। চলতি বছরের মাঝামাঝি হঠাৎ করেই আশার আলো দেখতে পাওয়া যায়। ‘দ্য ব্যাটেলিয়ন অব দ্য অর্গানাইজেশন অব ইউক্রেনিয়ান ন্যাশনালিস্টস’-এর কয়েক জন সদস্য চুরি যাওয়া ছবির হদিস পেয়ে যান। ডনেৎস্কের কাছে একটি বাগানবাড়ি থেকে উদ্ধার হয় সেগুলি। তবে কী ভাবে প্রাচীন ছবিগুলি সেখানে এল, তা নিয়ে ধন্দে দু’দেশই। ছবির সন্ধান মেলার সঙ্গে সঙ্গেই কিয়েভের ডাচ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ইউক্রেন।

জাদুঘরের অধিকর্তা জানিয়েছেন, ছবিগুলি ফিরিয়ে দিতে আগ্রহী ইউক্রেন। কিন্তু তার বদলে উপযুক্ত অর্থ দাবি করেছে তারা। প্রাচীন ছবিগুলি যাতে দ্রুত ফিরিয়ে আনা যায়, তার জন্য গত অগস্টে ইউক্রেনে এক তদন্তকারীকেও পাঠায় নেদারল্যান্ডস। আর্থার ব্র্যান্ড নামে ওই তদন্তকারী ব্যাটেলিয়নের ডেপুটি কম্যান্ডারের সঙ্গে কথাও বলেছেন। এতগুলো বছর পেরিয়ে
যাওয়ায় ছবিগুলি এখন আর ভাল অবস্থায় নেই, এই যুক্তিতে ছবিগুলির প্রকৃত দামের তুলনায় কম
দাম দেওয়া হবে ইউক্রেনকে বলে ডেপুটি কম্যান্ডারকে সাফ জানিয়ে দেন আর্থার। আর সমস্যার শুরু এখানেই। এর পরেই বেঁকে বসেন ডেপুটি কম্যান্ডার। কম দামে তাঁরা ছবিগুলি ফেরত দেবেন না বলে জানিয়ে দেন তিনি।

ইতিমধ্যেই আর্থারের কানে আসে যে প্রাচীন ছবিগুলি গোপনে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে ইউক্রেন। এই চেষ্টা রুখতে নড়েচড়ে বসে নেদারল্যান্ডস। ইউক্রেন প্রশাসনের সঙ্গে ফের যোগাযোগ করে তারা। নেদারল্যান্ডসের তরফে আশ্বাস দেওয়া হয়, ছবিগুলি ফেরত দেওয়ার জন্য তাঁরা চেষ্টা করবেন। কিন্তু তাঁদের দেশে যে ছবিগুলি রয়েছে, সেগুলিই চুরি যাওয়া ছবি কি না, আগে তা নিশ্চিত করতে হবে। এর পরেই
তাঁরা সেগুলি নেদারল্যান্ডস প্রশাসনের হাতে ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করবেন।

নেদারল্যান্ডস কত দিনে চুরি যাওয়া ছবিগুলি ফেরত পায়, এখন দেখার সেটাই।

netherlands international news international news 24 pictures stolen
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy