ইউক্রেন যুদ্ধ থামাতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে চাপ দিচ্ছেন। তার মধ্যেই আজ পরমাণু অস্ত্রবহনে সক্ষম বুরেভেস্টনিক ক্রুজ় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল মস্কো। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া বুঝিয়ে দিল যে তারা পশ্চিমি চাপকে বিশেষ পাত্তা দিতে রাজি নয়। গত সপ্তাহে পরমাণু অস্ত্র প্রয়োগের মহড়াও চালিয়েছে তারা।
রাশিয়া জানিয়েছে, ২১ অক্টোবর পরীক্ষামূলক উৎক্ষেপণটি হয়। ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে ক্ষেপণাস্ত্রটি। সেটি ১৫ ঘণ্টা আকাশে ছিল। রুশ সেনার দাবি, ৯এম৭৩০ বুরেভেস্টনিক (স্টর্ম পেট্রেল) ক্ষেপণাস্ত্র বর্তমান ও ভবিষ্যতের সব ক্ষেপণাস্ত্র-রোধকারী বর্মকে ভেদ করতে পারবে। তার পাল্লা ও ওড়ার পথও নির্দিষ্ট করা সম্ভব নয়। পুতিন বলেছেন, ‘‘এই ধরনের অস্ত্র বিশ্বে আর কারও নেই।’’
২০১৮ সালে বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্র তৈরির কথা ঘোষণা করার পরে এই অস্ত্রকে আমেরিকার সামরিক পদক্ষেপের জবাব হিসেবে তুলে ধরেছেন পুতিন। ২০০১ সালে ১৯৭২ সালের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-বিরোধী চুক্তি থেকে সরে দাঁড়ায় ওয়াশিংটন। হোয়াইট হাউস এখনও এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে মুখ খোলেনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)