বিশ্বাসঘাতকতার অভিযোগে সাইবেরিয়া থেকে গ্রেফতার হওয়া এক রুশ বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। ওই পদার্থবিজ্ঞানীর নাম দিমিত্রি কোলকার (৫৪)। তাঁর আইনজীবী জানিয়েছেন, গত সপ্তাহে তাঁকে সাইবেরিয়া থেকে গ্রেফতার করে মস্কোয় আনা হয়। তিনি অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন। রাইলসটিউব দিয়ে তাঁকে খাওয়ানো হচ্ছিল। সেই অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় লেফরটোভো কারাগারে। মস্কো থেকে বিমানে সেখানে যেতে লাগে অন্তত চার ঘণ্টা। সেখানেই একটি স্থানীয় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দিমিত্রির তুতো ভাই অ্যান্টন ডায়ানভ আমেরিকা থেকে জানিয়েছেন, তাঁর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি চিনে গুরুত্বপূর্ণ নথি পাচার করেছেন। তিনি বলেন, ‘‘ও একজন বিজ্ঞানী ছিল। রাশিয়াকে ভালবাসত বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেয়েও যায়নি। ও চাইত দেশের ছাত্রদের পড়াতে। এমন এক মানুষকে মৃত্যু শয্যা থেকে গ্রেফতার করাটা অত্যন্ত নিষ্ঠুর সিদ্ধান্ত।’’