Advertisement
E-Paper

ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি, নিয়ন্ত্রণ রেখা মুছে দেওয়ার ডাক

পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন হিজবুল মুজাহিদিন তথা ইউনাইটেড জিহাদ কাউন্সিল প্রধান সৈয়দ সালাউদ্দিন। কাশ্মীরের ‘স্বাধীনতা সংগ্রাম’ চূড়ান্ত রূপ নিচ্ছে বলে সালাউদ্দিনের দাবি। নয়াদিল্লির উদ্দেশে হিজবুল প্রধানের হুমকি, খুব বড় বিপদের মুখে পড়তে চলেছে ভারত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৬ ১৪:৩৭
পাকিস্তানে আয়োজিত এই সাংবাদিক বৈঠকেই ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি শোনা গিয়েছে সালাউদ্দিনের মুখে। ছবি: টুইটার।

পাকিস্তানে আয়োজিত এই সাংবাদিক বৈঠকেই ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি শোনা গিয়েছে সালাউদ্দিনের মুখে। ছবি: টুইটার।

পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন হিজবুল মুজাহিদিন তথা ইউনাইটেড জিহাদ কাউন্সিল প্রধান সৈয়দ সালাউদ্দিন। কাশ্মীরের ‘স্বাধীনতা সংগ্রাম’ চূড়ান্ত রূপ নিচ্ছে বলে সালাউদ্দিনের দাবি। নয়াদিল্লির উদ্দেশে হিজবুল প্রধানের হুমকি, খুব বড় বিপদের মুখে পড়তে চলেছে ভারত।

গত ৮ জুলাই কাশ্মীরে সেনা অভিযানে হিজবুল মুজাহিদিনের অন্যতম শীর্ষ কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যু হওয়ার পর উপত্যকা উত্তপ্ত হয়ে উঠেছিল। পাকিস্তানের মদতে হিজবুল, লস্করের মতো সংগঠনই অশান্তির আগুন বাড়িয়ে তুলছিল বলে ভারত বার বার অভিযোগ করেছে। বুরহানের মৃত্যুর এক মাস পর কাশ্মীর উপত্যকার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। কিন্তু সৈয়দ সালাউদ্দিনরা এত সহজে অশান্তির আগুন নিভতে দিতে চান না। তাই সোমবার পাকিস্তানে বসে চূড়ান্ত প্ররোচনামূলক মন্তব্য করলেন তিনি। সৈয়দ সালাউদ্দিন এ দিন বলেন, ‘‘পাকিস্তান কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে সব রকম ভাবে সহায়তা দিতে কর্তব্যের দিক থেকে, নীতিগত ভাবে, রাজনৈতিক ভাবে এবং সাংবিধানিক ভাবে দায়বদ্ধ। এবং পাকিস্তান যদি কাশ্মীরকে সেই সমর্থন দেয়, তা হলে ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হওয়ার খুব বড় সম্ভাবনা রয়েছে।’’ সালাউদ্দিনের দাবি, শুধু কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দুই দেশ তিনটি যুদ্ধে লড়েছে। নিশ্চিত ভাবে চতুর্থ যুদ্ধটাও হতে চলেছে। কারণ কাশ্মীরিরা আর কোনও আপোসে রাজি নন। সালাউদ্দিন বলেছেন, ‘‘পৃথিবী তাঁদের সমর্থন করুক বা না করুক, পাকিস্তানে পাশে দাঁড়াক বা না দাঁড়াক, রাষ্ট্রপুঞ্জ তার কর্তব্য পালন করুক বা না করুক, কাশ্মীরিরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। শরীরে শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত তাঁরা লড়বেন।’’

আরও পড়ুন: ইসলামাবাদে গুপ্তচর সন্দেহে ধৃত মার্কিন যুবক

আন্তর্জাতিক মহল কোনও ভাবেই কাশ্মীর সমস্যার সমাধানে কোনও উৎসাহ দেখাচ্ছে না বলে সালাউদ্দিন এ দিন তীব্র বিষোদ্গার করেছেন। কাশ্মীর নিয়ে যে আন্তর্জাতিক সিদ্ধান্ত রয়েছে, রাষ্ট্রপুঞ্জও তার প্রতি দায়বদ্ধতা দেখাচ্ছে না বলে হিজবুল প্রধানের মন্তব্য। ভারতের প্রধানমন্ত্রীকেও তীব্র আক্রমণ করেছেন তিনি। সালাউদ্দিনের হুমকি, কাশ্মীরিরা এ বার সব কিছু নিজেদের হাতে তুলে নেবেন। তিনি বলেছেন, ‘‘আজাদ কাশ্মীরে আমাদের বেস ক্যাম্প থেকে লোকজন যাবেন, কাশ্মীরের অন্য দিক থেকেও লোকজন আসবেন। এক সঙ্গে মিলে আমরা নিয়ন্ত্রণ রেখা মুছে দেব।’’

Hizbul Mujahidin Threat of Nuclear War Kashmir Issue সৈয়দ সালাউদ্দিন Syed Salahudeen
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy