দেশ ছাড়ার জন্য কাবুল বিমানবন্দরে আফগানদের জমায়েত এবং হুড়োহুড়ির ছবি দেখেছে বিশ্ব। সেই ছবি ধরা পড়েছিল উপগ্রহ চিত্রেও। সীমান্ত পেরিয়ে সড়ক পথে আফগানদের দেশ ছাড়ার ছবিও ধরা পড়ল উপগ্রহ চিত্রে। তালিবান ক্ষমতায় আসার পর আফগানদের সীমান্ত দিয়ে দেশ ছাড়ার চেষ্টা বিশ্ববাসীর সামনে উঠে এসেছে। সেই ধারা অব্যাহত রয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি উপগ্রহ চিত্রে ধরা পড়েছে আফগানিস্তানের বিভিন্ন সীমান্তের দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে তালিবানি শাসন থেকে মুক্তির জন্য আফগানিস্তানের সাধারণ নাগরিক দেশ ছাড়তে কতটা মরিয়া।
আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে রয়েছে চমন সীমান্ত। ওই দুই দেশের মধ্যে সবচেয়ে ব্যস্ত সীমান্ত এটি। কয়েকটি উপগ্রহ চিত্রে এই সীমান্তের সাম্প্রতিক অবস্থা ধরা পড়েছে। জানা গিয়েছে, উপগ্রহ চিত্রগুলি ৬ সেপ্টেম্বরের। সেগুলিতে দেখা যাচ্ছে, ওই সীমান্তে প্রচুর আফগান জড়ো হয়েছেন দেশ ছাড়ার জন্য। কাবুল এবং অন্য শহরে ঘরবাড়ি ছেড়েই প্রচুর পরিবার শিশুদের নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়ার জন্য। যদিও ওই সীমান্ত সম্প্রতি বন্ধ করে দিয়েছে পাকিস্তান।