বড়সড় রদবদল হল সৌদি আরবের সশস্ত্র বাহিনী এবং প্রশাসনে। মঙ্গলবার বাহিনীর শীর্ষ পদাধিকারীদের বরখাস্ত করেছেন রাজা সলমন। রদবদল করেছেন নিজের ক্যাবিনেটেও।
সৌদি সেনাবাহিনীর চিফ অব স্টাফ পদে যিনি ছিলেন, তাঁকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে স্থলবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানদেরও। এত দিন যিনি ফার্স্ট লেফটেন্যান্ট জেনারেল পদে ছিলেন, সেই ফইয়াদ বিন হামেদ আল-রুবেইলিকে চিফ অব স্টাফ করা হয়েছে।
তামাদুর বিন্ত ইউসেফ আল-রামাহকে শ্রম দফতরের উপমন্ত্রী করা হয়েছে। সৌদি আরবে কোনও মহিলাকে এত বড় পদে বসানোর সিদ্ধান্ত বেশ বিরল।