Advertisement
২৩ এপ্রিল ২০২৪
sanitizer

Sanitizer: জলের বদলে পড়ুয়াদের খেতে দেওয়া হল স্যানিটাইজার! অসুস্থ বেশ কয়েক জন

পুলিশ সূত্রে খবর, ওই স্কুলে ৫ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তাতে অংশ নিয়েছিল বহু পড়ুয়া।

জলের বদলে স্যানিটাইজার! প্রতীকী ছবি।

জলের বদলে স্যানিটাইজার! প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
টোকিয়ো শেষ আপডেট: ১০ মে ২০২২ ১১:১৬
Share: Save:

জল ভেবে স্যানিটাইজার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েক জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে জাপানের ইয়ামনশির একটি স্কুলে।

পুলিশ সূত্রে খবর, ওই স্কুলে ৫ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তাতে অংশ নিয়েছিল বহু পড়ুয়া। প্রতিযোগিতার জন্য যে পথে তাদের হাঁটার ব্যবস্থা করা হয়েছিল, সেখানে কিছু দূর অন্তর প্রতিযোগীদের জন্য জলের ব্যবস্থা করেছিলেন স্কুল কর্তৃপক্ষ।

কিন্তু জলের সেই কাউন্টারগুলির মধ্যে একটিতে জলের বদলে স্যানিটাইজার রেখে দেওয়া হয় কাপে। আর সেগুলি জল ভেবে পান করে বেশ কয়েক জন পড়ুয়া। স্যানিটাইজার খাওয়ার পরই হাঁটার মাঝে অসুস্থ বোধ করতে শুরু করে পড়ুয়ারা। বমিও করতে থাকে তারা। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, পড়ুয়ারা জল ভেবে স্যানিটাইজার খেয়ে ফেলেছে।

এর পরই বিষয়টি নিয়ে হুলস্থুল পড়ে যায়। কী ভাবে জলের বদলে স্যানিটাইজার রাখা হল তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ইয়ামনশির গভর্নর কোতারো নাগাসাকি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sanitizer water Student Japan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE