Advertisement
০৮ মে ২০২৪
Painter

জীবনে কোনও দিন তুলি না ধরলেও সহজেই এমন সুন্দর ছবি এঁকে ফেলা যায়

মাত্র ৩৯ সেকেন্ডের একটি ভিডিয়ো। ছবিটি তৈরি করতে হয়তো কয়েক ঘণ্টা লেগেছে। কিন্তু এই ৩৯ মিনিট খরচ করে আপনার ধারণা গড়ে উঠবে কেমন সহজ পদ্ধতিতেও এঁকে ফেলা যায় এক টুকরো প্রকৃতি।

সহজে ছবি আঁকার উপায়। ছবি: টুইটার থেকে নেওয়া।

সহজে ছবি আঁকার উপায়। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৫
Share: Save:

অনেকের জীবনে অনেক সখ থাকে, কিন্তু শুধু আত্মবিশ্বাসের অভাবে তা পূরণ করার চেষ্টাই করেন না। যেমন অনেকেই হয়তো ভাবেন, ভাল ছবি আঁকতে পারতে কি ভালই না হত। আবার সেই সঙ্গে ভাবেন, ‘আমার দ্বারা হবে না’। কিন্তু এই শিল্পী যেভাবে ছবি আঁকলেন এবং এত সুন্দর আঁকলেন, দেখে আপনিও হয়তো রং তুলি নিয়ে বসে পড়বেন।

‘সিসিটিভি ইডিয়টস’ নামে একটি আনভেরিফায়েড টুইটার হ্যান্ডলে এমন এক ভিডিয়ো পোস্ট হয়েছে, যা দেখে আপনারও মনে মনে ছবি আঁকার ইচ্ছে জাগবে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বর্গক্ষেত্রাকার ক্যানভাসে প্রথমে সরলরেখাদিয়ে দুটি গাছ এঁকে তার চার দিকে কয়েক ফোটা কমলা, সবুজ, হলুদ, নীল, আকাশী রং দিয়ে দেওয়া হচ্ছে। উপরে আকাশ ও নীচে জল ফুটিয়ে তুলতে প্রথমে ফোঁটা সাদা রং দিয়ে দিলেন শিল্পী।

এবার শুরু আসল মুন্সিয়ানা, সব রংকে এবার কায়দা করে মিশিয়ে দেওয়া হচ্ছে। প্রথমেছুরি (পেন্টিং নাইফ) দিয়ে, পরে একটি স্পঞ্জ ব্যবহার করে। এবার ছুরি দিয়ে এঁকে দেওয়া হয় কয়েকটি গাছ।ক্যানভাস জুড়ে আস্তে আস্তে ফুটে ওঠে ঘন জঙ্গল। যার সামনে একটি জলাশয়। আর সেই জলাশয়ে ভেসে উঠেছে গাছগুলির প্রতিবিম্ব।

আরও পড়ুন: প্রকাশ্য সৈকতে শরীরী খেলায় মত্ত যুগল, গ্রেফতারের পর পুলিশ ভ্যানেও থামল না!

আরও পড়ুন: বিশ্বের সেরা ছবিগুলির দৌড়ে নাম লিখিয়ে ফেলল এই ইঁদুর লড়াইয়ের মুহূর্ত

মাত্র ৩৯ সেকেন্ডের একটি ভিডিয়ো। ছবিটি তৈরি করতে হয়তো কয়েক ঘণ্টা লেগেছে। কিন্তু এই ৩৯ মিনিট খরচ করে আপনার ধারণা গড়ে উঠবে কেমন সহজ পদ্ধতিতেও এঁকে ফেলা যায় এক টুকরো প্রকৃতি।

আরও পড়ুন: সমুদ্রে স্নানে ব্যস্ত পরিবার, এগিয়ে এল হাঙর! তারপর...

ভিডিয়োটি আপলোড করা হয়েছে ৭ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই ভিডিয়োটি প্রায় ছয় লাখ ১৫ হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে লাইক পড়েছে প্রায় ২৩ হাজার আর রিটুইট হয়েছে পাঁচ হাজারের বেশি।

দেখুন সেই ভিডিয়ো:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral video Painting Twitter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE