এক সুন্দরী ইনস্টাগ্রাম মডেলকে শারীরিক কসরতের চ্যালেঞ্জ দিয়ে বসলেন দু’ বারের অলিম্পিয়ান। কিন্তু চ্যালেঞ্জ দিয়ে তাঁর এমন হাল হবে, নিজেও মনে হয় সে কথা ভাবেননি। ইনস্টাগ্রাম মডেল ক্লেয়ার পি টমাস-কে মার্কিন মিডল-ডিস্ট্যান্স ট্র্যাক অ্যাথলেট নিক সাইমন্ডস নিজের জিমে আমন্ত্রণ জানান। তাঁদের দু’জনের শারীরিক কসরত প্রতিযোগিতার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে যায়।
নিকের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলও রয়েছে, দু’ লাখের উপর যার সাবসক্রাইবার। আর ক্লেয়ারের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ফলোয়ারের সংখ্যা প্রায় আট লাখ। ক্লেয়ার ইনস্টাগ্রামে তাঁর ফিটনেসের জন্য অনেকখানি জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর ইনস্টাগ্রামে ফিটনেস ট্রেনিংয়ের অনেক ভিডিয়ো আপলোড রয়েছে। কয়েক হাজার করে ভিউ পায় সেগুলি। ফলে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এমন দু'জনের মুখোমুখি শারীরিক কসরতের চ্যালেঞ্জের ভিডিয়ো ছড়িয়ে পড়তে সময় নেয়নি।
দড়ি ধরে উপরে ওঠা, ওজন নিয়ে দৌড়নো, ট্রেড মিলে দৌড়নো, হার্ডল রেস সহ মোট ন’ দফা চ্যালেঞ্জ রাখা হয় দু’জনের সামনে। কে কোন চ্যালেঞ্জে জিতলেন দেখুন।