Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সমকামী প্রধানমন্ত্রীর সন্তান

২০১৭ সালের জুন মাসে সার্বিয়ার মুখ্যমন্ত্রী হন ৪৩ বছরের অ্যানা। যা শুনে প্রথমে একটু বিস্মিতই হয়েছিল গোটা বিশ্ব।

সার্বিয়ার প্রথম মহিলা সমকামী প্রধানমন্ত্রী অ্যানা বার্নাবিচ।—ফাইল চিত্র।

সার্বিয়ার প্রথম মহিলা সমকামী প্রধানমন্ত্রী অ্যানা বার্নাবিচ।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বেলগ্রেড শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৩০
Share: Save:

গোঁড়া রক্ষণশীল দেশের প্রথম মহিলা সমকামী প্রধানমন্ত্রী তিনি। সার্বিয়ার অ্যানা বার্নাবিচের সঙ্গী এ বার এক পুত্র সন্তানের জন্ম দিলেন। প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে খবর জানিয়ে বলা হয়েছে, বিশ্বে এই প্রথম কোনও সমকামী রাষ্ট্রনেতার সন্তান হল।

২০১৭ সালের জুন মাসে সার্বিয়ার মুখ্যমন্ত্রী হন ৪৩ বছরের অ্যানা। যা শুনে প্রথমে একটু বিস্মিতই হয়েছিল গোটা বিশ্ব। কারণ এ দেশের সংবিধান সমকামী বিয়েকে আইনি স্বীকৃতি দেয় না। সংবিধানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে, এক জন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষই কেবলমাত্র পরস্পরের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারেন। সমকামী বিয়ে এ দেশে অবৈধ। সমকামী যুগলরা চাইলে কোনও শিশুকে দত্তকও নিতে পারেন না সার্বিয়ায়। তবে কোনও সমকামী নারী বা পুরুষের সন্তান দত্তক নিতে বাধা নেই। তবে সমকামী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ রয়েছে সার্বিয়ার এলজিবিটি সম্প্রদায়ের। তাঁদের বক্তব্য, নিজে সমকামী হয়েও তাঁদের অধিকার রক্ষা নিয়ে এত দিন তেমন কিছুই করেননি অ্যানা। ২০১৭ সালের এক গে প্যারেডে তাঁকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেন, দেশে সমকামী বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়ার কথা তিনি ভাবছেন কি না। সে বারও প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ana Brnabic Serbia Prime Minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE