গাজ়ায় প্রত্যাঘাত করল স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সংগঠন হামাস। মঙ্গলবার গভীর রাতে বিস্ফোরণ ঘটিয়ে সাত ইজ়রায়েলি সেনাকে হত্যা করল তারা।
সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, মঙ্গলবার রাতে দক্ষিণ গাজ়ার খান ইউনুসে বিস্ফোরণে এক লেফটেন্যান্ট-সহ সাত জন ইজ়রায়েলি সেনার মৃত্যু হয়েছে। ওই বিস্ফোরণ হামাসের আল কাশিম ব্রিগেড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। ওই ঘটনার পরেই গাজ়ার অসামরিক এলাকায় নির্বিচারে হামলা শুরু করে ইজ়রায়েলি ফৌজ। বুধবার নির্বিচারে বোমা এবং ক্ষেপণাস্ত্র হানায় অন্তত ৫১ জন সাধারণ প্যালেস্টাইনি নাগরিক নিহত হয়েছেন।
আরও পড়ুন:
নিহতদের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ১৪ জন ত্রাণকর্মী রয়েছেন বলে পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আল জাজ়িরা জানিয়েছে। তবে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংঘর্ষবিরতির বিষয়ে তিনি আশাবাদী। ইরান-ইজ়রায়েল যুদ্ধবিরতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘গাজ়ায় শান্তি ফেরানোর প্রক্রিয়া সঠিক দিকেই এগোচ্ছে।’’ প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ৪৩০ জন সেনা নিহত হয়েছেন বলে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের দাবি। অন্য দিকে, ইজ়রায়েলি হামলায় নিহত হয়েছেন মহিলা ও শিশু-সহ ৫৫ হাজারের বেশি সাধারণ প্যালেস্টাইনি নাগরিক।