Advertisement
০৪ ডিসেম্বর ২০২৪
Blast in Pakistan

ফের পাকিস্তান! কোয়েটা স্টেশনে বোমা বিস্ফোরণে মৃত্যু অন্তত ২৬ জনের, আহত আরও অনেকে

পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী বিস্ফোরণ। তবে কে বা কারা বিস্ফোরণের নেপথ্যে জড়িত তা এখনও স্পষ্ট নয়। এখনও বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও সংগঠন।

Several deaths due to blast at Quetta railway station in Balochistan

বিস্ফোরণের মুহূর্তের দৃশ্য। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১১:৫৬
Share: Save:

আবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। শনিবার বালুচিস্তানের কোয়েটা রেলস্টেশনে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত ৬০ জনের বেশি। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী বিস্ফোরণ। তবে কে বা কারা বিস্ফোরণের নেপথ্যে জড়িত তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কোনও সংগঠনই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এ প্রকাশিত খবর অনুযায়ী, শনিবার সকালে কোয়েটার রেলস্টেশন এলাকা আচমকাই কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। তখন স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। ছাড়ার আগে ট্রেনে ওঠার জন্য যাত্রীরা হুড়োহুড়ি করছিলেন। সে সময়ই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

কোয়েটার এসএসপি মহম্মদ বালোচ জানিয়েছেন, ঘটনার সময় স্টেশনে কমপক্ষে ১০০ জন উপস্থিত ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াডের সদস্যেরা। রয়েছে পুলিশ এবং অন্য বাহিনীও। উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বালোচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে তা জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছেন বন্ব স্কোয়াডের সদস্যেরা।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই বালুচিস্তানে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ স্কুলপড়ুয়া-সহ সাত জনের মৃত্যু হয়েছিল। বালুচিস্তান প্রদেশের মাসতাং এলাকায় ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, রাস্তার পাশে একটি মোটারসাইকেলে রাখা বোমা বিস্ফোরণ হয়। পুলিশ তদন্তে জানতে পারে, দূর থেকে রিমোটের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার বিস্ফোরণ ঘটল বালুচিস্তানে।

অন্য বিষয়গুলি:

Blast Pakistan Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy