ভয়াবহ বিস্ফোরণ ঘটল বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানে। মঙ্গলবার বিকেলে সেখানকার ‘বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন’ (বিআরটিসি)-এর বাস কাউন্টারের পাশে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক।
আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। ফলে, নিহতের তালিকা দীর্ঘতর হওয়ার আশঙ্কা রয়েছে। ঘটনার পরেই বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মীরা বিস্ফোরণস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেন। পৌঁছে যায় পুলিশও। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
বাংলাদেশ ফায়ার সার্ভিস জানিয়েছে, বিআরটিসির বাস কাউন্টারের পাশে সিদ্দিকবাজারে বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণ ঘটে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
আরও পড়ুন:
ঢাকা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, বিআরটিসির বাস কাউন্টারের পাশের একটি ৭ তলা বাড়ির নীচের তলায় বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণের প্রাবল্য দেখে প্রাথমিক ভাবে একে জঙ্গি হানার ঘটনা বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০১৬-র জুলাই মাসে ঢাকার গুলশন এলাকার হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ২২ জনকে খুন করেছিল কট্টরপন্থী ইসলামি জঙ্গিরা।