Advertisement
০৭ মে ২০২৪
Bangladesh

ঢাকার গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, ১৫ জন নিহত, আহত শতাধিক, আরও বাড়তে পারে মৃত্যুর সংখ্যা

বাংলাদেশ ফায়ার সার্ভিস জানিয়েছে, বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি।

Several killed and injured in an explosion that took place in the Bangladesh capital Dhaka

বাংলাদেশের রাজধানী ঢাকায় ভয়াবহ বিস্ফোরণ ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
ঢাকা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৩ ১৭:৫৩
Share: Save:

ভয়াবহ বিস্ফোরণ ঘটল বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানে। মঙ্গলবার বিকেলে সেখানকার ‘বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন’ (বিআরটিসি)-এর বাস কাউন্টারের পাশে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক।

আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। ফলে, নিহতের তালিকা দীর্ঘতর হওয়ার আশঙ্কা রয়েছে। ঘটনার পরেই বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মীরা বিস্ফোরণস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেন। পৌঁছে যায় পুলিশও। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ ফায়ার সার্ভিস জানিয়েছে, বিআরটিসির বাস কাউন্টারের পাশে সিদ্দিকবাজারে বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণ ঘটে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

ঢাকা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, বিআরটিসির বাস কাউন্টারের পাশের একটি ৭ তলা বাড়ির নীচের তলায় বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণের প্রাবল্য দেখে প্রাথমিক ভাবে একে জঙ্গি হানার ঘটনা বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০১৬-র জুলাই মাসে ঢাকার গুলশন এলাকার হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ২২ জনকে খুন করেছিল কট্টরপন্থী ইসলামি জঙ্গিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh Blast
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE