জাতীয় সংসদের নির্বাচনের আগে ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা করল ‘জামায়াতে ইসলামি’ (‘জামাত’ নামেই যা পরিচিত)। মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘পলিসি সামিট-২০২৬’ শীর্ষক আলোচনাসভা ও সাংবাদিক বৈঠকে ওই রূপরেখা উপস্থাপন করলেন জামাতের আমির শফিকুর রহমান।
তাৎপর্যপূর্ণ ভাবে ‘কট্টর ইসলামপন্থী রাজনৈতিক দল’ হিসাবে পরিচিত জামাত নতুন বাংলাদেশ গঠনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। শফিকুর বলেন, ‘‘বাংলাদেশের ভবিষ্যতে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অংশগ্রহণ বাড়ানো শুধু ন্যায়ের প্রশ্ন নয়, এটি অর্থনৈতিক প্রয়োজন। জনসংখ্যার অর্ধেককে পূর্ণাঙ্গ ভাবে অন্তর্ভুক্ত না করে কোনও দেশ সুস্থিত সমৃদ্ধি অর্জন করতে পারে না।’’ জামাত নেতৃত্ব জানিয়েছেন, ওই সম্মেলনে আমেরিকা, ব্রিটেন, ভারত, পাকিস্তান-সহ ৩০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ছিলেন, এনসিপি-সহ জামাতের নির্বাচনী সহযোগী ন’টি রাজনৈতিক দলের প্রতিনিধিরাও।
ওই সম্মেলনে জামাত নেতৃত্ব বিশেষ ভাবে কর্মসংস্থান এবং পরিকাঠামো উন্নয়নের উপর জোর দিয়েছেন। শফিকুরদের প্রতিশ্রুতি, ভোটে জিতে ক্ষমতা দখল করলে ভিনদেশে কর্মরত বাংলাদেশি পেশাজীবী—শিক্ষাবিদ, চিকিৎসক, প্রযুক্তিবিদ, উদ্যোক্তা এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের কৃতীদের পরামর্শে নতুন বাংলাদেশ গড়বেন তাঁরা। প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। গত ১২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হয়েছে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি হয়েছে মনোনয়ন পরীক্ষার কাজ। মনোনয়ন বাতিলের সিদ্ধান্তগুলির বিরুদ্ধে ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করেছেন বাদ পড়া প্রার্থীরা। ১২-১৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে সেই আপিলগুলির যথার্থতা যাচাইয়ের কাজ চলেছে। চূড়ান্ত প্রার্থিতালিকা প্রকাশ এবং নির্বাচনী প্রতীক নির্ধারণ করা হবে বুধবার (২১ জানুয়ারি)। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের পালা শুরু হবে ২২ জানুয়ারি। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।