ফের আমেরিকায় স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটল। মিনেসোটা প্রদেশের মিনিয়াপলিসে একটি হাই স্কুলে অজ্ঞাতপরিচয় বন্দুকধারী গুলি চালান বুধবার। এই ঘটনায় অন্তত দু’জন নিহত হয়েছেন বলে সে দেশের কয়েকটি সংবাদমাধ্যম জানাচ্ছে। অন্তত ২০ জন আহত হয়েছেন বলে কয়েকটি সংবাদে দাবি।
মিনেসোটা সরকার জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ মিনিয়াপলিস ক্যাথলিক স্কুলে ঢুকে গুলিবর্ষণ শুরু করেন ওই বন্দুকধারী। ঘটনায় গুরুতর আহত হয় পাঁচ স্কুল পড়ুয়া। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্কুলের পার্শ্ববর্তী অ্যানুনসিয়েশন চার্চেও বন্দুকবাজ এর পরে হামলা করেন। সেখানে দু’জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েক জন।
আরও পড়ুন:
এর পরে ওই বন্দুকবাজ নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বলে মিনিয়াপলিস পুলিশ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনায় উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘‘মিনেসোটার মিনিয়াপলিসে মর্মান্তিক গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে। এফবিআই সক্রিয় হয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছেছে। হোয়াইট হাউস এই ভয়াবহ পরিস্থিতির উপর নজর রাখছে।’’ মিনেসোটা গভর্নর টিম ওয়াল্টজ় সংবাদমাধ্যম বিবিসি-কে বলেন, ‘‘হামলাকারী বন্দুকবাজের মৃত্যু হয়েছে। এখন আর কোনও ভয় নেই।’’