ব্রিটেনে এক শিখ তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। শুধু ধর্ষণই নয়, তরুণীকে জাত তুলে শাসিয়ে বলা হয়, ‘‘নিজের দেশে ফিরে যা।’’ এই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে ওল্ডবারি শহরে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে ওল্ডবারির টেম রোডের কাছে। এটিকে জাতি বিদ্বেষীর ঘটনা বলে মনে করা হচ্ছে। দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বার্মিংহামলাইভ-এর প্রতিবেদন অনুযায়ী, দুই অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে। দু’জনেই শ্বেতাঙ্গ। এক জনের মাথা কামানো ছিল। কালো রঙের সোয়েটশার্ট পরেছিলেন। অন্য জন, ধূসর রঙের পোশাক পরে ছিলেন। ওল্ডবারির এই ঘটনায় শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। তারা এই ঘটনাটিকে পরিকল্পিত হামলা বলেই মনে করছে। পুলিশের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় ক্ষোভ ছড়ানোই স্বাভাবিক। তবে রাস্তায় যে টহলদারি আরও বাড়ানো হবে, সেই আশ্বাসও দিয়েছেন তিনি।
ব্রিটিশ সাংসদ প্রীত কউর গিল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সাম্প্রতিক কালে যে ভাবে জাতিবিদ্বেষীর ঘটনা বাড়ছে, তা খুবই উদ্বেগের বিষয়। ইলফোর্ড সাউথ-এর আরও এক সাংসদ জাস অটওয়াল এই ঘটনাকে ‘নারীবিদ্বেষী’ হামলা বলে উল্লেখ করেছেন। অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘটনাটিকে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।