প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ডাকা’ প্রকল্প (ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস) বাতিল করায় উত্তাল সিলিকন ভ্যালি। মাইক্রোসফট-এর সিইও সত্য নাদেল্লার মতো তথ্যপ্রযুক্তি দুনিয়ার বড় বড় মাথারা একযোগে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ট্রাম্প প্রশাসনকে একটি চিঠি পাঠিয়েছেন। তা ছাড়া, বুধবার ক্যালিফোর্নিয়া-সহ দেশের ১৫টি প্রদেশ ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। এই সব প্রদেশের অ্যাটর্নি জেনারেলরা জানিয়েছেন, ‘ড্রিমার্সের’ স্বার্থ রক্ষায় আইনের পথে লড়াই চালিয়ে যাবেন তাঁরা।
২০১২-য় প্রকল্পটি চালু করেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। আইনের ফাঁক গলে যে সব নাবালক (বয়স ১৬-র নীচে) মা-বাবার সঙ্গে বা অন্য কোনও ভাবে আমেরিকায় এসে পড়েছে, তাদের বসবাস, পড়াশোনা ও কর্মসংস্থানের সুযোগ করে দেন ওবামা।
প্রায় আট লক্ষ বেআইনি অভিবাসী (ড্রিমার্স), যাঁরা আমেরিকায় বড় হওয়ার ‘স্বপ্ন’ দেখেছিলেন, তাঁরা এখন জানেন না কী অপেক্ষা করছে। সিদ্ধান্ত নেবে মার্কিন কংগ্রেস।
গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই এই প্রকল্পের বিরোধিতা করেন ট্রাম্প। ‘ডাকা’ বাতিল হওয়ায় যাঁদের ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে, তাঁদের অনেকে নানা মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাই বিষয়টি নিয়ে সরব সিলিকন ভ্যালি।