আটকে পড়া বিমানযাত্রীদের মধ্যে রয়েছেন গায়ক অভিজিতের স্ত্রী সুমতি ও ছেলে জয় ভট্টাচার্য। বুধবার জয় জানিয়েছেন, তাঁরা অ্যান্টওয়ার্প শহরের একটি হোটেলে রয়েছেন। বিস্ফোরণের পর সব বিমানবন্দরেই ফেলে আসেন তাঁরা। তাই মঙ্গলবার সন্ধ্যায় ক্রেডিট কার্ড দিয়ে কিছু জামাকাপড় কিনেছেন। ফিল্ম নিয়ে পড়তে ব্রাসেলস হয়ে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল জয়ের। ২৭ মার্চ নিউ ইয়র্কে ইন্টারভিউ রয়েছে তাঁর। জয় কী ভাবে পৌঁছবেন, তা নিয়ে চিন্তায় অভিজিৎ। তিনি বলেছেন, ‘‘বুধবারই দুবাই হয়ে নিউ ইয়র্ক যাচ্ছি। অবশ্য ছেলের সঙ্গে দেখা হবে কি না জানি না।’’