Advertisement
E-Paper

পরমাণু অস্ত্রসংখ্যায় শীর্ষে রাশিয়া, তার পরেই আমেরিকা! ভারত, পাকিস্তান কত নম্বরে? তথ্য প্রকাশ নজরদার সংস্থার

বিশ্বের নানা প্রান্তে একাধিক সংঘাতের ঘটনা ঘটে চলেছে। এই আবহেই বিভিন্ন দেশের হাতে কত পরমাণু অস্ত্র, তা প্রকাশ্যে আনল সুইডেনের প্রতিরক্ষা সংক্রান্ত নজরদার সংস্থা স্টকহম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা ‘সিপ্রি’।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৭:৩১
পরমাণু অস্ত্রসংখ্যায় শীর্ষে রাশিয়া, তার পরেই আমেরিকা। তথ্য প্রকাশ করল নজরদার সংস্থা।

পরমাণু অস্ত্রসংখ্যায় শীর্ষে রাশিয়া, তার পরেই আমেরিকা। তথ্য প্রকাশ করল নজরদার সংস্থা। —ফাইল চিত্র।

বিশ্বের নানা প্রান্তে একাধিক সংঘাতের ঘটনা ঘটে চলেছে। এই আবহেই বিভিন্ন দেশের হাতে কত পরমাণু অস্ত্র রয়েছে, তা প্রকাশ্যে আনল সুইডেনের প্রতিরক্ষা সংক্রান্ত নজরদার সংস্থা স্টকহম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা ‘সিপ্রি’।

সোমবার সিপ্রি তাদের বার্ষিক গবেষণামূলক প্রতিবেদনটি প্রকাশ করেছে। তা অনুসারে, ন’টি পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে (৫,৪৫৯)। পরমাণু অস্ত্রের সংখ্যার নিরিখে তার পরেই রয়েছে আমেরিকা (৫,১৭৭)।

ভারত এবং পাকিস্তানের কাছে কত পরমাণু অস্ত্র রয়েছে, তাও প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে। বলা হয়েছে, ভারতের ঝুলিতে রয়েছে ১৮০টি পরমাণু অস্ত্র আর পাকিস্তানের কাছে রয়েছে ১৭০টি পরমাণু অস্ত্র। তবে পরমাণু অস্ত্রের সংখ্যার নিরিখে ভারত এবং পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে চিন (৬০০)। প্রতিবেদন অনুসারে, ২০২৪ সাল থেকে ভারত ধাপে ধাপে নিজের পরমাণু অস্ত্রভান্ডারকে আরও বিস্তৃত করেছে।

প্রতিবেদনে এ-ও বলা হয়েছে যে, পাকিস্তান ভারতের দিক থেকে নিরাপত্তাগত ঝুঁকির কথা মাথায় রেখে পরমাণু অস্ত্র তৈরি করছে। অন্য দিকে, চিনের যে কোনও জায়গায় হানা দিতে পারে, এমন দূরপাল্লার অস্ত্র তৈরিতে জোর দিচ্ছে ভারত। ‘সিপ্রি’র প্রতিবেদন বলছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ১৬২টি দেশ অস্ত্র কিনেছে। তবে অস্ত্র কেনার নিরিখে প্রথম পাঁচটি দেশ হল ইউক্রেন, ভারত, কাতার, সৌদি আরব এবং পাকিস্তান। এই পাঁচটি দেশ একত্রে ওই চার বছরে বিক্রি হওয়া মোট অস্ত্রের ৩৫ শতাংশ ক্রয় করেছে।

SIPRI Report Russia Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy