E-Paper

হাউসে জয় পেলেন ৬ ভারতীয় বংশোদ্ভূত

বিভিন্ন প্রদেশে স্থানীয় স্তরে লড়েছেন ডজন তিনেক ভারতীয় বংশোদ্ভূত। যা দেখে অনুমান করা যায়, আমেরিকায় মূলধারার রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের উৎসাহ এবং অংশগ্রহণ বাড়ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ০৫:৫০
হোয়াইট হাউস।

হোয়াইট হাউস। —ফাইল চিত্র।

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি স্টেট, কাউন্টি এবং স্থানীয় স্তরেও প্রতিনিধিদের নির্বাচিত করলেন সাধারণ মানুষ। নির্বাচিত হলেন আমেরিকান কংগ্রেসের দুই কক্ষের সদস্যেরা। এ বার আমেরিকান কংগ্রেসের হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসে জয়ী হয়েছেন ছয় ভারতীয় বংশোদ্ভূত। সকলেই ডেমোক্র্যাট সদস্য। এই ৬ প্রতিনিধিরা হলেন ওমি বেরা, রাজা কৃষ্ণমূর্তি, রো খন্না, প্রমীলা জয়পাল, শ্রী থানেদার এবং সুহাস সুব্রমণ্যম। ‘সামোসা ককাস’ বলে জনপ্রিয় ভারতীয় বংশোদ্ভূতদের এই তালিকায় সুহাস নতুন সংযোজন। জয়ের খবর ঘোষণা করার পরে ভার্জিনিয়া থেকে জয়ী সুহাস সেখানের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘‘ভার্জিনিয়ার মানুষ আমার উপরে ভরসা রেখেছেন, আমি কৃতজ্ঞ। এই প্রদেশই আমার বাড়ি। এখানে বিয়ে করেছি। এখানে আমি আর আমার স্ত্রী মেয়েদের বড় করে তুলছি। এখানের বাসিন্দাদের সমস্যা আমার ব্যক্তিগত সমস্যা।’’

বিভিন্ন প্রদেশে স্থানীয় স্তরে লড়েছেন ডজন তিনেক ভারতীয় বংশোদ্ভূত। যা দেখে অনুমান করা যায়, আমেরিকায় মূলধারার রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের উৎসাহ এবং অংশগ্রহণ বাড়ছে। বিভিন্ন সমাবেশে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিকদের রাজনীতিতে বেশি করে যোগদানের জন্য উৎসাহ দিয়েছেন হাউসের সদস্য রাজা কৃষ্ণমূর্তি। তাঁর জনপ্রিয় মন্তব্য, ‘‘নিজে টেবিলে বসুন। নয়তো কখন খাদ্যতালিকায় আপনার নাম উঠে যাবে ধরতেও পারবেন না।’’ অর্থাৎ পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিন। আরও বেশি করে রাজনীতিতে যোগ দিন।

আমেরিকান স্টেটগুলির মধ্যে ক্যালিফর্নিয়ায় সবচেয়ে বেশি ভারতীয় বংশোদ্ভূতেরা স্থানীয় স্তরে লড়েছেন। রো খন্না এবং অ্যামি বেরা জিতেছেন ক্যালিফোর্নিয়া থেকে। ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসও ক্যালিফোর্নিয়া থেকে লড়েছেন।

ভোট পরবর্তী একটি সমীক্ষা বলছে, ভারতীয় বংশোদ্ভূতদের পাশাপাশি ল্যাটিনো বা হিস্পানিক জনগোষ্ঠীর অধিকাংশ ভোট দিয়েছেন কমলা হ্যারিসকে। পেনসিলভেনিয়ায় সবচেয়ে বেশি ল্যাটিনো গোষ্ঠীর ভোট পেয়েছেন কমলা। জীবনযাত্রার খরচ, বেকারত্ব, বাড়ি ভাড়া, চিকিৎসার খরচের মতো নিত্য দিনের সমস্যাগুলিতে বেশি জোর দিয়েছেন এই গোষ্ঠীর মানুষ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

US Presidential Election 2024 USA US Election Indian Origin The White House

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy