Advertisement
২৪ এপ্রিল ২০২৪
New York

হঠাত্ উজ্জ্বল আলোয় ভেসে গেল নিউইয়র্কের রাতের আকাশ

হঠাত্ আলোর এই উদ্ভাসে মেতে উঠল শহরবাসী। তারাই এই আলোর ছবি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়।

এ ভাবেই নীল আলোয় উদ্ভাসিত হয়েছিল নিউইয়র্কের আকাশ। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

এ ভাবেই নীল আলোয় উদ্ভাসিত হয়েছিল নিউইয়র্কের আকাশ। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮ ২২:১৭
Share: Save:

এ যেন কল্প বিজ্ঞানের সিনেমা। রাতের আকাশে ঝলমল করছে তারা। শহরের চারিদিক ল্যাম্প পোস্টের আলোয় আলোকময়। তার মধ্যেইআকাশে ভেসে উঠল নীল রঙের এক উজ্জ্বল আলো। হঠাত্ আলোর এই উদ্ভাসে মেতে উঠল শহরবাসী। তারাই এই আলোর ছবি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ঘটেছে আমেরিকার নিয়ইয়র্কে। বৃহস্পতিবার রাতে ঘটা এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরবাসীর মধ্যে। শহরের লাগুয়ার্দিয়া বিমানবন্দরও কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়।

বিষয়টি পরিষ্কার হয় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের করা টুইট থেকে। পুলিশ এই আলোর কারণ অনুসন্ধান করে শহরবাসীকে নিশ্চিন্ত করে। তারা জানায়, কনসলিডেটেড এডিশন নামের বিদ্যুত সংস্থার ট্রান্সফর্মারে বিস্ফোরণের জেরে এ রকম আলো ছড়িয়েছিল। শহরবাসীকে আশ্বাস জুগিয়ে পুলিশ জানায়, চিন্তার কারণ নেই আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।

আরও পড়ুন: ভাগ্যের জোরে ট্রেন দুর্ঘটনার হাত থেকে বাঁচলো পুলিশের গাড়ি

পরে ওই সংস্থার তরফেও দুর্ঘটনার কথা স্বীকার করা হয়েছে।

সিটি কাউন্সিলের মুখপাত্র কোরে জনসন এক বিবৃতি দিয়ে লাগুয়ার্দিয়া বিমানবন্দর বন্ধ থাকার কারণ জানান।

কিন্তু যা হওয়ার ততক্ষণে হয়ে গিয়েছে। শহরবাসী ওই নীল আলোর ছবি ও ভিডিয়ো তুলে পোস্ট করে দিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে। তার পর থেকেই নেট দুনিয়ায় আলোচনার বস্তু হয়ে উঠেছে নিউইয়র্কের আকাশে উদ্ভুত ওই নীল আলো।

আরও পড়ুন: বক্সিং ডে টেস্টে দর্শকাসনে ঝড় তুলল ‘কিস ক্যাম’

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Blue Light in New York New York
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE