Advertisement
২৪ এপ্রিল ২০২৪
International News

১৮৬০ সালেও স্মার্টফোন! ছবিতে ‘চিহ্নিত’ ১৫৭ বছর পর

সম্প্রতি মিউনিখের ন্যু পিনাকোথেক মিউজিয়ামে অস্ট্রিয়ার চিত্রশিল্পী ফার্দিনান্দ জর্জ ওয়াল্ডমুলারের আঁকা ‘দ্য এক্সপেক্টেড ওয়ান’ ছবিতে ওই স্মার্টফোনটি চিহ্নিত করেন গ্লাসগোর এক অবসারপ্রাপ্ত আধিকারিক পিটার রাসেল।

এই সেই ছবি। সৌজন্য টুইটার।

এই সেই ছবি। সৌজন্য টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৭ ১৫:৪২
Share: Save:

স্মার্টফোন নিয়ে একবিংশ শতাব্দীর বিশ্ব মাতামাতি করলেও, ১৮৬০ সালের একটি পেন্টিং-এ ‘স্মার্টফোন’ হাতে এক তরুণীর ছবি বেশ সাড়া ফেলে দিয়েছে। জল্পনা শুরু হয়ে গিয়েছে, তা হলে স্মার্টফোনের চল কি উনিশ শতকেই ছিল?

আরও পড়ুন: লভ জিহাদ: মেয়েদের ফোনে নজর রাখতে বলছে রাজস্থান সরকার

৪৪ নৌসেনাকে নিয়ে অতলান্তিকে নিখোঁজ সাবমেরিন

সম্প্রতি মিউনিখের ন্যু পিনাকোথেক মিউজিয়ামে অস্ট্রিয়ার চিত্রশিল্পী ফার্দিনান্দ জর্জ ওয়াল্ডমুলারের আঁকা ‘দ্য এক্সপেক্টেড ওয়ান’ ছবিতে ওই স্মার্টফোনটি চিহ্নিত করেন গ্লাসগোর এক অবসারপ্রাপ্ত আধিকারিক পিটার রাসেল। ওই ছবিতে দেখা যাচ্ছে, এক তরুণী দু’হাত দিয়ে একটি জিনিস ধরে আছেন। মাথাটা সেটার দিকে ঝোঁকানো। ফোন ধরে তাতে কোনও কিছু লেখার সময় বা পড়ার সময় আমাদের মাথা যেমন ঝুঁকে থাকে, ছবিতে ঠিক তেমনভাবেই রয়েছে ওই তরুণী। রাসেলের দাবি, ওই তরুণী হাতে যেটা ধরে রয়েছে, আসলে সেটা একটা আইফোন। ১৫৭ বছর পর রাসেল ছবিতে সেটা চিহ্নিত করেছেন।

পরে অবশ্য রাসেল ‘মাদারবোর্ড’-কে এক সাক্ষাত্কারে জানিয়েছেন, উনিশ শতকের মানুষ ছবিটি দেখলে বলত, মেয়েটি হয়ত কোনও ধর্মীয় গ্রন্থ পড়ছে। আসলে মেয়েটির হাতে যেটি ধরা রয়েছে, সেটি একটি বই-ই। কিন্তু বর্তমান বিশ্বে যে ভাবে প্রযুক্তি আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে, এর দৌলতে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়ায় সেটাকেই এখন স্মার্টফোন বলে মনের মধ্যে একটা ভ্রম তৈরি হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Painting Austria অস্ট্রিয়া
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE