Advertisement
E-Paper

ধোঁয়াশা! সতর্ক চিন

বিপদসীমা প্রায় ছুঁয়ে ফেলেছে বায়ুদূষণ। উত্তর চিন জুড়ে জারি হয়েছে ঘন ধোঁয়াশার সতর্কবার্তা। এ অবস্থায় বৃহস্পতিবার উৎপাদন কমানোর নির্দেশ দেওয়া হল সেখানকার কারখানাগুলিকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ০২:১৮

বিপদসীমা প্রায় ছুঁয়ে ফেলেছে বায়ুদূষণ। উত্তর চিন জুড়ে জারি হয়েছে ঘন ধোঁয়াশার সতর্কবার্তা। এ অবস্থায় বৃহস্পতিবার উৎপাদন কমানোর নির্দেশ দেওয়া হল সেখানকার কারখানাগুলিকে।

সম্প্রতি চিনের পরিবেশ সুরক্ষা মন্ত্রকের একটি গবেষণায় দেখা যায়, ঘন ধোঁয়াশার আশঙ্কা রয়েছে উত্তর চিনের বিস্তীর্ণ এলাকায়। চিনের অধিকাংশ শিল্পকারখানা উৎপাদনের জন্য জ্বালানি হিসেবে কয়লার উপরেই নির্ভরশীল। যার ফলে বায়ুদূষণ ক্রমে বেড়েই চলেছে। মাস কয়েক আগেই উত্তর চিনের ২৮টি শহরকে অক্টোবর থেকে আগামী বছরের মার্চের মধ্যে কয়লার ব্যবহার অন্তত ১৫ শতাংশ কমিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে। গবেষণা রিপোর্ট বলছে, ৮টি শহর সেই নির্দেশ মানতে পারেনি। দূষণে সবচেয়ে খারাপ পরিস্থিতি শানঝি প্রদেশের তাইয়ুয়ান শহরের। বেজিংয়ে অবশ্য দূষণের মাত্রা কিছুটা কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মাত্রা অনুযায়ী, স্বাভাবিক পরিস্থিতিতে বায়ুতে ক্ষতিকারক কণার ঘনত্ব হতে পারে সর্বোচ্চ ১০ মাইক্রোগ্রাম। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর চিনে তা ছিল ৩৪৪ মাইক্রোগ্রামের কাছাকাছি।

Air Pollution China Smog Alert Northern China
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy