Advertisement
E-Paper

তীব্র সমালোচনা, তবু অবিচল ট্রাম্প

যদিও ট্রাম্পের দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। এই নিয়ে টুইটে তিনি সংবাদমাধ্যমকে বিঁধে বলেন, ‘‘লোকে দেখতেই পাচ্ছে ওরা কত অসৎ। ঘৃণা, অসহিষ্ণুতা নিয়ে যা বলেছি, তার পুরো ভুল ব্যাখ্যা হয়েছে। লজ্জাজনক!’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৭ ০২:৫৭

ক্রমশ কোণঠাসা হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প টাওয়ারে সাংবাদিক বৈঠকে শ্বেতাঙ্গ-বিক্ষোভ প্রসঙ্গে দু’পক্ষকে দুষে তিনি যে ভাবে বর্ণবিদ্বেষকে প্রশ্রয় দিয়েছেন, তাই নিয়ে আজ চরম আপত্তি উঠেছে।

যদিও ট্রাম্পের দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। এই নিয়ে টুইটে তিনি সংবাদমাধ্যমকে বিঁধে বলেন, ‘‘লোকে দেখতেই পাচ্ছে ওরা কত অসৎ। ঘৃণা, অসহিষ্ণুতা নিয়ে যা বলেছি, তার পুরো ভুল ব্যাখ্যা হয়েছে। লজ্জাজনক!’’ সংবাদমাধ্যমের ঘাড়ে দায় চাপানো ট্রাম্পের পুরনো অভ্যেস। তাই এ সব বললেও ভার্জিনিয়ার শার্লটসভিল সঙ্কটে তাঁর ভূমিকা নিয়ে সমালোচনা থামেনি।

এককালের ধনকুবের এই শিল্পপতি বড়সড় ধাক্কা খেয়েছেন ব্যবসায়িক পরিমণ্ডলেও। ট্রাম্পের নাম না করে বর্ণবিদ্বেষী হিংসার নিন্দা করেছেন দেশের সেনাবাহিনী থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি মহল। মাইক্রোসফট সিইও সত্য নাদেল্লা, অ্যাপল প্রধান টিম কুক, ফেসবুক সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ— বাদ নেই কেউই। ট্রাম্পকে বিঁধতে ছাড়েননি রিপাবলিকানদের একাংশও। অথচ তার মধ্যেও ট্রাম্প আছেন ট্রাম্পেই। এ দিন সব সমালোচনা উড়িয়ে তাঁর মন্তব্য, কনফেডারেট মূর্তি সরানোর বিষয়টি ‘মূর্খামি’ ছাড়া কিছু নয়!

আরও পড়ুন: ভ্যান নিয়ে জঙ্গি হানা, বার্সেলোনায় হত ১৩

তবে ব্যবসায়িক মহলে ট্রাম্পের নিন্দা দেখে অবাক অনেকেই। সব চেয়ে অদ্ভুত ব্যাপার, ওই ঘটনার জেরে ‘বর্ণবিদ্বেষ, অসহিষ্ণুতা এবং হিংসা’র বিরুদ্ধে বিবৃতি দিয়ে ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ ব্যবসায়িক সহযোগী এবং ব্ল্যাকস্টোন গোষ্ঠীর সিইও স্টিফেন শোয়ার্জম্যান প্রেসিডেন্টের ‘স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিসি ফোরাম’ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু ট্রাম্প তার আগেই স্রেফ এক টুইটে তাঁকে ছেঁটে ফেলেছেন! দু’টি ব্যবসায়িক উপদেষ্টা কাউন্সিল বাতিলও করে দিয়েছেন। কিন্তু নিন্দার স্রোত বহমান। মার্কিন সেনা, বায়ুসেনা, নৌসেনা— প্রত্যেক বাহিনীর প্রধানও নব্য নাৎসি এবং বর্ণবিদ্বেষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় বংশোদ্ভূত মাইক্রোসফট সিইও সত্য নাদেল্লা তাঁর কর্মীদের বলেছেন, ‘‘বৈষম্য, অসহিষ্ণুতা, এবং অর্থহীন হিংসার কোনও স্থান নেই।’’ কর্মীদের তাঁর বার্তা, ‘‘মাইক্রোসফটে আমরা সবাই যেন একজোট থাকি।’’

অ্যাপল-এর টিম কুক কর্মীদের ইমেলে লিখেছেন, ‘‘প্রেসিডেন্টের সঙ্গে একমত নই। অতি-দক্ষিণ শ্বেতাঙ্গ বা নব্য নাৎসি এবং যাঁরা মানবাধিকারের প্রশ্নে অতি দক্ষিণদের বিরোধিতা করছেন, এই দু’পক্ষের সমান নৈতিক দায় রয়েছে— এটা মানতে পারছি না।’’ ফেসবুকে জুকেরবার্গের মন্তব্য, ‘‘সমাজে ঘৃণার কোনও জায়গা নেই।’’

ভ্যান নিয়ে জঙ্গি হানা, বার্সেলোনায় হত ১৩

Virginia Unrest Charlottesville Protest White Nationalists Donald Trump ডোনাল্ড ট্রাম্প
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy