মনের মধ্যে কতটা ঘৃণা পুষে রাখলে এমন কাণ্ড ঘটানো সম্ভব? এখনও এই প্রশ্নের উত্তর হাতড়ে বেড়াচ্ছেন অভিনব চারি। শ্রীলঙ্কায় জঙ্গিহানা থেকে অল্পের জন্য বেঁচে ফিরেছেন তিনি। এর আগে ২৬/১১ মুম্বই হামলার সাক্ষীও ছিলেন। দু’-দু’বার মৃত্যুকে সামনে থেকে দেখার সেই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন প্রবাসী ভারতীয় অভিনব।
অভিনবের বেড়ে ওঠা, পড়াশোনা, কাজকর্ম— সবই দুবাইতে। তাঁর স্ত্রী নবরূপ কে চারিও দুবাইতে বড় হয়েছেন। ব্যবসার কাজে সম্প্রতি শ্রীলঙ্কা গিয়েছিলেন অভিনব। ইস্টার উপলক্ষে ছুটি থাকায় স্ত্রী নবরূপকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে যে তাঁদের এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনব জানান, শ্রীলঙ্কায় সিনেমন হোটেলে ছিলেন তাঁরা। ইস্টারের সকালে স্থানীয় একটি গির্জার প্রার্থনাসভায় যোগ দিয়েছিলেন। কিন্তু প্রার্থনা চলাকালীন মাঝপথেই তাঁদের বেরিয়ে যেতে বলেন যাজক। কলম্বোর বেশ কিছু গির্জায় নাশকতামূলক হামলা হয়েছে, তাই নিরাপত্তার স্বার্থে সকলকে চলে যেতে অনুরোধ করেন তিনি।