ডিসেম্বরের স্টকহলমের সঙ্গে সমার্থক দু’টো শব্দ— বড়দিন আর নোবেল।
ডিসেম্বর মাসে এখানে দুপুর আড়াইটেতেই ‘সন্ধে’ নেমে যায়। কিন্তু এখন কোথাও কোনও অন্ধকার নেই। সারা শহর আলোয় ঝলমল করছে। কারণ এই সপ্তাহে গোটা দুনিয়ার চোখ এই শহরের উপর। স্টকহলমের ক্যালেন্ডারে সব থেকে গুরুত্বপূর্ণ এই ‘নোবেল সপ্তাহ’।
পরশু, মঙ্গলবার, নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে এ বছরের পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য এবং অর্থনীতির পুরস্কারপ্রাপকদের হাতে। শুধু নোবেল শান্তি পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি হয় নরওয়ের অসলোতে। আলফ্রেড নোবেলের এই শহরে এ বছরের নোবেল বিজেতারা একে একে এসে পৌঁছচ্ছেন। প্রতি বছরের মতো এ বছরও রাজপ্রাসাদের খুব কাছেই, ১৩০ বছরের পুরনো ‘গ্র্যান্ড হোটেলে’ রাখা হয়েছে প্রাপকদের। সেখানেই রয়েছেন এ বারের অর্থনীতিতে নোবেলজয়ী ত্রয়ীর মধ্যে দু’জন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী এস্থার দুফলো।