প্রশান্ত মহাসাগর ঘেঁষা উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ভয়াবহ সুনামি। প্রাণ হারাতে পারেন ৩ লক্ষেরও বেশি মানুষ। ১.৮১ লক্ষ কোটি ডলার আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে দেশ। এ হেন তীব্র ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী-সহ একটি রিপোর্ট আজ প্রকাশ করল জাপান সরকার।
পৃথিবীর মানচিত্রের অন্যতম ভূমিকম্প-প্রবণ এলাকায় জাপান। প্রায়শই কেঁপে ওঠে মাটি। উন্নত প্রযুক্তিতে ব্যাপক ভাবে এগিয়ে থাকার সুবাদে আগে থেকে প্রাকৃতিক দুর্যোগের আভাস পাওয়ার ব্যবস্থা রয়েছে জাপানে। বিপর্যয় মোকাবিলার ব্যবস্থাও অত্যাধুনিক। কিন্তু তাতেও এই ‘মেগাকোয়েক’-এ দেশের আর্থিক ক্ষতি জিডিপি-র অর্ধেক গ্রাস করে ফেলতে পারে বলে আশঙ্কা করছে সরকার। তাদের অনুমান, এই কম্পের মাত্রা রিখটার স্কেলে ৮ থেকে ৯ হবে। ৮০ শতাংশ আশঙ্কা রয়েছে এমন হওয়ার। কম্পনের সম্ভাব্য উৎস ‘নানকাই ট্রফ’ নামে সমুদ্র-তলদেশের একটি এলাকা।
পরিস্থিতি মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি শুরু করে দিতে চাইছে সরকার। সেই মতো তৈরি হচ্ছে ‘যুদ্ধজয়ের’ পরিকল্পনা। কমপক্ষে ১২ লক্ষ ৩০ হাজার মানুষকে সুরক্ষিত এলাকায় সরিয়ে নিয়ে যেতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)