নিজেরই মনোনীত বিচারপতি মুখ খুললেন তাঁর বিরুদ্ধে।
আদালতের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে নানা সমালোচনার মুখে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালিকায় নতুন সংযোজন— বিচারপতি নিল গোরাশ। যাঁকে গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মনোনীত করেছেন প্রেসিডেন্ট। সূত্রের খবর, সেনেটর রিচার্ড ব্লুমেনথালের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় গোরাশ বলেছেন, ‘‘মার্কিন আদালত, বিচার ব্যবস্থা ও আইনজীবীদের সম্পর্কে প্রেসিডেন্ট যে মন্তব্য করেছেন, তা খুবই দুঃখজনক।’’
বিতর্কের কেন্দ্রে প্রেসিডেন্টের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা। আদালত বারেবারেই বলছে, এই নীতি চালু করতে সরকার যে-যুক্তি দিচ্ছে, তা যথেষ্ট নয়। আদালতের এই মন্তব্যে ‘রাজনীতির গন্ধ’ পেয়ে বুধবার টুইট করেন ট্রাম্প। বিচারপতিদের সম্পর্কে বলেন, ‘‘স্কুলের সাধারণ ছাত্র যেটা বুঝতে পারবে, এঁদের মাথায় দেখছি সেই সহজ কথাটাও ঢোকে না!’’ যা শুনে বিচারপতি গোরাশের মন্তব্য, ‘‘বিচার ব্যবস্থার সঙ্গে যা়ঁরা যুক্ত, তাঁরা এই ধরনের কথা শুনে মনোবল হারিয়ে ফেলবেন।’’