Advertisement
২০ এপ্রিল ২০২৪

গান শুনে হাততালি কিমের, খুশি সোল

আর কিছু দিনের মধ্যেই দেখা হবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার দুই রাষ্ট্রনেতার। সেই বৈঠকের আগে খাস পিয়ংইয়ংয়ে বসে দক্ষিণ কোরিয়ার পপ তারকাদের গান শুনলেন শাসক কিম জং উন এবং তাঁর স্ত্রী। তাঁদের সঙ্গে কিমের বোন কিম ইয়ো জংও অনুষ্ঠানে ছিলেন বলে সরকারি সূত্রে খবর।

সংবাদ সংস্থা
সোল শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ০১:৩১
Share: Save:

আর কিছু দিনের মধ্যেই দেখা হবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার দুই রাষ্ট্রনেতার। সেই বৈঠকের আগে খাস পিয়ংইয়ংয়ে বসে দক্ষিণ কোরিয়ার পপ তারকাদের গান শুনলেন শাসক কিম জং উন এবং তাঁর স্ত্রী। তাঁদের সঙ্গে কিমের বোন কিম ইয়ো জংও অনুষ্ঠানে ছিলেন বলে সরকারি সূত্রে খবর।

শুধু হাততালি দিয়ে গান উপভোগ করা নয়, অনুষ্ঠান শেষে মঞ্চের পিছনে গিয়ে শিল্পীদের সঙ্গে কথা বলে ছবিও তুলেছেন কিম। পিয়ংইয়ংয়ের শাসক প্রতিবেশী দেশের শিল্পীদের সঙ্গে এমন অন্তরঙ্গ মুহূর্ত কবে কাটিয়েছেন, মনে করতে পারছেন না কিম প্রশাসনের লোকজনই। বস্তুত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠকের আগে দু’দেশের আলাপচারিতা আরও বাড়ানোর উদ্দেশ্যেই এই গানের অনুষ্ঠানের আয়োজন হয়েছিল বলে দাবি সোলের। সেই সূত্রে এক দশকেরও বেশি সময় পরে এই প্রথম পিয়ংইয়ংয়ে পা রেখেছে সোল থেকে আসা বেশ কয়েকটি গানের দল। এর আগে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিক্সে উত্তর কোরিয়ার খেলোয়াড়রা অংশ নেন।

‘স্প্রিং ইজ কামিং’ নামে রবিবারের সন্ধ্যায় কনসার্ট বসেছিল পূর্ব পিয়ংইয়ংয়ের গ্র্যান্ড থিয়েটারে। যেখানে ছিলেন ১৫০০ দর্শক। সোল থেকে আসা বিভিন্ন গানের দল ফের অনুষ্ঠান করবে মঙ্গলবার। রবিবারের অনুষ্ঠানের পরে শিল্পীদের সঙ্গে কথা বলার সময়ে কিম আগ্রহ দেখান গান এবং তার কথা নিয়ে। সোলের সংবাদমাধ্যমের দাবি, গানের আগে দক্ষিণ কোরিয়ার তায়কোয়ন্দ দলের কসরতও দেখেন দর্শকরা। যদিও সে সময় কিম ছিলেন না।

আরও পড়ুন: কলঙ্কের বোঝা নিয়েই প্রয়াত জাতির জননী

উত্তর কোরিয়ার সঙ্গে মিত্রতা বাড়ানোর পাশাপাশি দক্ষিণ কোরিয়া অবশ্য আমেরিকার সঙ্গে নিয়মমাফিক নিজেদের সামরিক মহড়া শুরু করে দিয়েছে। সোলের তিন লক্ষ সেনা এবং ২৪ হাজার মার্কিন সেনা অংশ নিয়েছে। তবে মহড়ায় কোনও পরমাণু ডুবোজাহাজ ব্যবহার করা হচ্ছে না বলে জানিয়েছে সোল। প্রতিবারই এই মহড়া নিয়ে জোরদার আপত্তি জানিয়ে থাকে কিমের দেশ। কিন্তু এ বার তাদের তরফে টুঁ শব্দ শোনা যায়নি। সোলের দাবি, এই মহ়ড়া হয়েই থাকে, বিষয়টি এ বার বুঝে কিম দক্ষিণ কোরিয়ার অফিসারদের জানিয়েছেন, এ নিয়ে তাদের কোনও বক্তব্য নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE