ইদের উৎসব শুরুর আগেই আফগানিস্তানের একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালাল তালিবান জঙ্গিরা। হামলায় নিহত অন্তত ১০ পুলিশকর্মী-সহ ১৫ জন। আহত ৪। পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে আফগানিস্তানের হেরাট প্রদেশের সালমা বাঁধের কাছে ওই পুলিশ ফাঁড়িতে গোলাবর্ষণ করে সশস্ত্র জঙ্গিরা। পাল্টা প্রতিরোধ করেন ফাঁড়ির পুলিশকর্মীরাও। পশ্চিম হেরাট প্রদেশের গভর্নরের মুখপাত্র জেলানি ফারহাদ জানিয়েছেন, দু’পক্ষের গুলির লড়াইয়ে নিহত হয়েছে ৫ জঙ্গি।
ভারত-আফগানিস্তানের ‘বন্ধুত্বের বাঁধ’ হিসাবে পরিচিত সালমা বাঁধের থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরেই রয়েছে ওই পুলিশ ফাঁড়িটি। জঙ্গিরা ওই বাঁধের ক্ষতি করতেই এই হামলা চালিয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে আফগানিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মনপ্রীত ভোরা জানিয়েছেন, জঙ্গিরা সালমা বাঁধে হামলা চালায়নি।
আরও পড়ুন
পরম্পরায় ছেদ, হোয়াইট হাউসে ইফতার আয়োজন করলেন না ডোনাল্ড ট্রাম্প
মূলত কৃষিকাজের সুবিধার জন্যই ১৭০০ কোটি টাকা খরচ করে ইরান সংলগ্ন হেরাট প্রদেশে হারিরুদ নদীর উপরে ওই বাঁধ গড়ে ভারত। গত বছরের জুনে আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরফ ঘানির সঙ্গে যৌথ ভাবে ওই বাঁধটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৫ হাজার হেক্টর কৃষিজমিতে সেচের কাজ করা ছাড়াও এই বাঁধ থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। তবে সেচের সুবিধা ছাড়াও সালমা বাঁধের রাজনৈতিক তাৎপর্য অনেক গুণ বেশি। আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করা ছাড়াও সে দেশে সন্ত্রাস দমনে ভারতের প্রতিশ্রুতির ফসল হিসাবেই এই উদ্যোগকে গণ্য করা হয়।