Advertisement
২৬ মে ২০২৪
taliban

Afghanisthan: আফগান হিন্দু ও শিখদের ভারতে আসতে সাহায্য করবে কেন্দ্র, বার্তা বিদেশ মন্ত্রকের

ভারত সরকারের পক্ষ থেকে সে দেশে দূতাবাসে আটকে পড়া ভারতীয় ও তাঁদের পরিবারকে উদ্ধার করতে ইতিমধ্যে কাবুল পৌঁছে গিয়েছে বায়ুসেনার বিমান।

নিজস্ব চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২০:৪০
Share: Save:

জরুরি ভিত্তিতে আফগানিস্তানে আটকে পড়া হিন্দু ও শিখদের দেশে ফেরাতে সাহায্য করবে কেন্দ্র। এক বার বাণিজ্যিক বিমান পরিষেবা চালু হওয়ার পরেই এই ব্যবস্থা নেওয়া হবে, সোমবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। বলা হয়েছে, সে দেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রের। ভারত নিশ্চিত করবে যেন আফগানিস্তানে নিরাপদে থাকতে পারেন ভারতীয়রা। আর যাঁরা ফিরতে চাইবেন, তাঁদের দেশে ফেরাবে কেন্দ্রীয় সরকার।

মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ‘‘আমরা ক্রমাগত আফগানিস্তানের হিন্দু ও শিখ সম্প্রদায়ের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। এই সম্প্রদায়ের কেউ যদি এ ভারতে ফিরতে চান, তাহলে আমরা তাঁকে সাহায্য করব।’’ পাশাপাশি যে আফগান গোষ্ঠীর সঙ্গে ভারতের সম্পর্ক ভাল, তাদের সঙ্গে নিয়মতি যোগাযোগ রাখবে দিল্লি, এ কথাও জানিয়েছেন মুখপাত্র।

আপাতত কাবুল বিমানবন্দর থেকে বাণিজ্যিক উড়ান বন্ধ রয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে সে দেশে দূতাবাসে আটকে পড়া ভারতীয় নাগরিক ও তাঁদের পরিবারকে উদ্ধার করতে ইতিমধ্যে কাবুল পৌঁছে গিয়েছে বায়ুসেনার বিমান। কিন্তু এ ছাড়াও একাধিক ভারতীয়র সে দেশে আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বিমান আসছে না বলে ফেরত আসার বিষয়টি নিয়ে সমস্যা তৈরি হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ‘‘বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের আর কিছু করার নেই। পরিষেবা শুরু হলেই আমরা ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যবস্থা করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

taliban Afghanistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE