নিজের ভাগ্যকে বিশ্বাসই করতে পারছিলেন না বছর উনিশের রোজা! এক সপ্তাহে পর পর দু’বার লটারিতে প্রথম পুরস্কার জিতেছেন তিনি। ব্যাঙ্ক-ব্যালান্স রাতারাতি ফুলেফেঁপে উঠেছে রোজার। কারণ, দু’বারই প্রথম পুরস্কার জেতায় তাঁর নামে জমা পড়েছে বিশাল অঙ্কের অর্থ। ভারতীয় মূল্যে যা প্রায় ৪ কোটি ২১ লক্ষ টাকা।
এনডিটিভি-তে প্রকাশিত খবর জানাচ্ছে, ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। এক সপ্তাহে দু’বার লটারি জেতা সেই তরুণীর নাম- রোজা ডমেনিগেজ।
গত সপ্তাহের শুরুতে একটি পেট্রোল পাম্প থেকে মাত্র ৫ ডলার দিয়ে একটি ক্যালিফোর্নিয়া লটারির টিকিট কিনেছিলেন তিনি। খেলার ফলাফল বেরলে জানা যায়, রোজাই প্রথম পুরস্কারটি জিতেছেন। পুরস্কার মূল্য বাবদ ৫ লক্ষ ৫৫ হাজার ৫৫৫ মার্কিন ডলার হাতে পেয়ে যান রোজা।