এক দিকে যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে নানা স্তরে, ঠিক তখনই ইজ়রায়েলি হামলায় প্রতিনিয়ত নিহত হচ্ছেন অসংখ্য প্যালেস্টাইনি। গাজ়ার স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার ইজ়রায়েলি হামলায় অন্তত ৮২ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে বহু হাসপাতাল ও সেখানে থাকা যন্ত্রের। এতে চিকিৎসা না পেয়ে মৃত্যু হতে পারে নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়া শতাধিক সদ্যোজাতের। সমস্যায় সাড়ে তিনশোরও বেশি ডায়ালিসিস রোগী। এরই মধ্যে, ইজ়রায়েল ও আমেরিকা বিরোধী মন্তব্যের জেরে গাজ়া এবং ওয়েস্ট ব্যাঙ্কে নিযুক্ত রাষ্ট্রপুঞ্জের বিশেষ প্রতিনিধি ফ্রাঞ্চেস্কা আলবানেজ়ের উপরে নিষেধাজ্ঞা জারি করল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
প্যালেস্টাইনে যে ভাবে ‘গণহত্যা’ চালাচ্ছে ইজ়রায়েল, তা নিয়ে তদন্ত করছিলেন আইনজীবী ফ্রাঞ্চেস্কা। গত বছর ফেব্রুয়ারিতে তিনি বলেছিলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ‘শুধু ইহুদি দেখে হত্যা করেনি, বরং ইজ়রায়েলের আগ্রাসনের বিরুদ্ধে করেছিল’। তাঁর এই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়ো এ দিন অবশ্য এক্স-এ লেখেন, ‘আমেরিকা ও ইজ়রায়েলের বিভিন্ন সংস্থা, আধিকারিকের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন আদালতে বেআইনি ভাবে পদক্ষেপ করার আর্জি জানানোয় আমি আজ নিষেধাজ্ঞা জারি করছি’।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)