Advertisement
০৬ মে ২০২৪

ট্রাক নিয়ে হামলার ছক ছিল লন্ডনে

৩ জুন লন্ডন ব্রিজ ও বরো মার্কেট এলাকায় জঙ্গি হানার পর সেই হামলার ব্লুপ্রিন্ট উদ্ধার করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। তারা জানিয়েছে, ৭.৫ টনের একটি ট্রাক ভাড়া করে হামলা চালানোর ছক কষেছিল মূল চক্রী, পাকিস্তানি বংশোদ্ভূত খুরম শাজাদ বাট।

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ০৩:১৫
Share: Save:

বড় ট্রাক ভাড়া করে লন্ডন ব্রিজে আরও বেশি লোককে পিষে মারার ছক কষেছিল সন্ত্রাসবাদীরা। পাশাপাশি বিস্ফোরণের পরিকল্পনাও ছিল তাদের।

৩ জুন লন্ডন ব্রিজ ও বরো মার্কেট এলাকায় জঙ্গি হানার পর সেই হামলার ব্লুপ্রিন্ট উদ্ধার করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। তারা জানিয়েছে, ৭.৫ টনের একটি ট্রাক ভাড়া করে হামলা চালানোর ছক কষেছিল মূল চক্রী, পাকিস্তানি বংশোদ্ভূত খুরম শাজাদ বাট। গত বছর ফ্রান্সের নিসে ঠিক এমনই একটি ট্রাকের তলায় অন্তত ৮০ জনকে পিষে মেরে ফেলেছিল এক হামলাকারী। কিন্তু শাজাদরা যে সংস্থা থেকে ওই ট্রাক ভাড়া করার পরিকল্পনা করেছিল সেখানে টাকাপয়সা নিয়ে ঝামেলা হওয়ায় শেষ মুহূর্তে তা বাতিল হয়। পরিবর্তে সাদা রেনো গাড়িতেই হামলার ছক কষে শাজাদরা।

সে দিন হামলার পাশাপাশি বিস্ফোরণের ছকও কষেছিল তিন আততায়ী। উদ্ধার হওয়া গাড়িতে রাখা মদের বোতলে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থের সন্ধান পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, বছর সাতাশের শাজাদ, মরক্কোর নাগরিক র‌্যাচিড রেদুয়ান ও ইউসুফ জাগবার সঙ্গে হামলার ষড়যন্ত্র করতে সম্প্রতি বার্কিং এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। সেখানে তল্লাশি চালিয়ে রেদুয়ানের একটি পরিচয়পত্র আর ভুয়ো সুইসাইড জ্যাকেট বানাবার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ২৮২ জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে, লন্ডন ব্রিজের উপর দিয়ে ঘাতক গাড়িটি উত্তর থেকে দক্ষিণের দিকে এগিয়ে আসে। মিনিট ছয়েক এগোনোর পর ব্রিজের মাঝেই গাড়ির মুখ ঘুরিয়ে নেয় হামলাকারীরা। বেপরোয়া গতিতে গাড়িটি ফের উত্তরের দিকে ছুটে এসে ফুটপাথে উঠে পড়ে। নিমেষে পিষে দেয় তিন পথচারীকে। নিকটবর্তী বরো মার্কেট এলাকায় দু’টি পাবের দেওয়ালে ধাক্কা মেরে গাড়িটি থেমে যায়। গাড়ি থেকে নেমে আসে কব্জিতে ছোরা বাঁধা দুষ্কৃতীরা। আরও পাঁচ জনকে হত্যা করে শাজাদরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

London Terror Attack Terrorism লন্ডন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE