Advertisement
E-Paper

‘আমেরিকায় কোনও রাজা নেই’! ট্রাম্প-বিরোধী আন্দোলন আরও তীব্র, পথে হাজার হাজার মানুষ

নিউ ইয়র্ক, ওয়াশিংটনের রাস্তায় বহু মানুষ। স্লোগানে উঠে আসছে ট্রাম্প নীতির বিরোধিতা। ‘অত্যাচার বন্ধের ডাক’ উঠছে মিছিল থেকে। শুধু তা-ই নয়, আমেরিকার রাস্তায় প্যালেস্টাইনিদের সমর্থনেও আওয়াজ তুলছেন বিক্ষোভকারীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৩:২০
Thousands of protesters take to streets across US against Donald Trump\\\'s policies

আমেরিকার রাস্তায় ট্রাম্প-বিরোধী আন্দোলন। ছবি: সংগৃহীত।

মাত্র চার মাস আগেই মার্কিন প্রেসিডেন্টের গদিতে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। অথচ এর মধ্যেই তাঁর বিরুদ্ধে আন্দোলন তীব্রতর হচ্ছে আমেরিকায়। ওয়াশিংটন ডিসি থেকে সান ফ্রান্সিসকো— বিক্ষোভকারীদের মধ্যে ক্ষোভের আগুন বাড়ছে। শনিবার (আমেরিকার স্থানীয় সময়) রাস্তায় নেমে হাজার হাজার মানুষ ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন! প্ল্যাকার্ড হাতে হেঁটেছেন মাইলের পর মাইল রাস্তা।

দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন ট্রাম্প! অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজ়ানীতি— ট্রাম্প প্রশাসনের এইসব কর্মকাণ্ড ভালভাবে নেননি দেশের নাগরিকদের একাংশ।

নিউ ইয়র্ক, ওয়াশিংটনের রাস্তায় বহু মানুষ। স্লোগানে উঠে আসছে ট্রাম্প নীতির বিরোধিতা। ‘অত্যাচার বন্ধের ডাক’ উঠছে মিছিল থেকে। বিক্ষোভকারীদের কথায়, ‘‘কোনও ভয় নেই, আমেরিকায় অভিবাসীদের স্বাগত!’’ শুধু তা-ই নয়, আমেরিকার রাস্তায় প্যালেস্টাইনিদের সমর্থনেও আওয়াজ তুলছেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, গাজ়া এবং ইজ়রায়েলি যুদ্ধে ট্রাম্প প্রশাসনের নীতি একে বারে গ্রহণযোগ্য নয়! শনিবার আমেরিকার বিভিন্ন প্রান্তে ৭০০-র বেশি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। শনিবারের বিক্ষোভের আয়োজন করেছিল ‘৫০৫০১’ নামে একটি সংগঠন। যার অর্থ ৫০টি স্টেট ৫০টি বিক্ষোভ এবং একটি আন্দোলন!

আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এর মধ্যে বিবিধ প্রশাসনিক পদে প্রচুর কর্মী ছাঁটাই, অভিবাসী বিতাড়ন, তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের স্বীকৃতি না দেওয়া এবং নতুন শুল্কনীতিও রয়েছে। এ সব নিয়েই ক্ষুব্ধ আমেরিকাবাসীদের একাংশ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের তাঁর বিরুদ্ধে আন্দোলন প্রথম শুরু হয় ৫ এপ্রিল।

বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন, শ্রমিক ইউনিয়ন, প্রান্তিক লিঙ্গ-যৌনতার মানুষের সংগঠন, বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কর্মী-সহ ৫০টি স্টেটের মোট ১৫০টিরও বেশি গোষ্ঠী দেশের ১,২০০ টিরও বেশি এলাকায় সেই ‘হ্যান্ডস অফ’ বিক্ষোভের আয়োজন করেছিল। উত্তেজনা ছড়িয়েছিল নিউ ইয়র্ক, কলোরাডো, লস অ্যাঞ্জেলেস, হিউস্টন এবং ওয়াশিংটনের রাস্তায়। শয়ে শয়ে মানুষের মুখে একটাই কথা, ‘আমেরিকার কোনও রাজা নেই। আমেরিকায় ফ্যাসিবাদ চলবে না।’ ট্রাম্পের পাশাপাশি টেসলাকর্তা ইলন মাস্কের বিরুদ্ধেও বিক্ষোভ শুরু হয়েছে আমেরিকার বিভিন্ন প্রান্তে।

Donald Trump Protest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy