ইজ়রায়েলে তিনটি বাসে হঠাৎই বিস্ফোরণ। এই বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত না-হলেও এর নেপথ্যে সন্ত্রাসবাদীদের হাত দেখছে সে দেশের পুলিশ। ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও এক ধাপ এগিয়ে এই ঘটনার জন্য ‘প্যালেস্টাইনি জঙ্গি সংগঠন’কে দায়ী করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইজ়রায়েলের মধ্যবর্তী শহর বাট ইয়ামে হঠাৎই একের পর এক বাসে বিস্ফোরণ ঘটতে থাকে। ধোঁয়া এবং আগুনে ঢেকে যায় এলাকা। তবে বাসগুলিতে কোনও যাত্রী না-থাকায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে বাসগুলি ভস্মীভূত হয়ে গিয়েছে।
এই ঘটনার পরেই অভিযানে নামে ইজ়রায়েলি পুলিশ। পুলিশের তরফে জানানো হয়, তিনটি বাসে বিস্ফোরণের পর তিনটি বিস্ফোরক উদ্ধার করা হয়। দু’টি বিস্ফোরককে নিষ্ক্রিয় করেন পুলিশকর্মীরা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি। বাসচালক এবং স্থানীয়দের সাবধান করে পুলিশ জানিয়েছে বাস বা অন্য কোথাও সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে তা পুলিশকে জানাতে।
আরও পড়ুন:
এই ঘটনার পরেই নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে বসেছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর সচিবালয়ের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার পরেই নেতানিয়াহু বিতর্কিত ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে অভিযান চালানোর জন্য সেনাকে নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, ১৯৬৭ সাল থেকে এই ভূখণ্ড ইজরায়েলের নিয়ন্ত্রণাধীন। তবে ২০২৩ সালে প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাস ইজ়রায়েলে হামলা চালানোর পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওয়েস্ট ব্যাঙ্কে।