Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রাফাল ঠেকাতে ভারতে বিপুল সংখ্যায় যুদ্ধবিমান তৈরির প্রস্তাব বোয়িং-এর

ভারতের কাছ থেকে যুদ্ধবিমান তৈরির বরাত পেতে জোর দরবার শুরু করল বোয়িং। ফরাসি সংস্থা দসল্ত অ্যাভিয়েশনের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের উৎসাহ দেখে মার্কিন বহুজাতিক বোয়িং উদ্বিগ্ন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:০৫
Share: Save:

ভারতের কাছ থেকে যুদ্ধবিমান তৈরির বরাত পেতে জোর দরবার শুরু করল বোয়িং। ফরাসি সংস্থা দসল্ত অ্যাভিয়েশনের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের উৎসাহ দেখে মার্কিন বহুজাতিক বোয়িং উদ্বিগ্ন। তাই ভারতে এসে ভারতের জন্য যুদ্ধবিমান তৈরি করার প্রস্তাব বার বার তুলে ধরতে শুরু করেছে বোয়িং। সংস্থার শীর্ষ কর্তা জেফ কোহলার বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর মনে রাখা উচিত, দসল্তের চেয়ে বোয়িং অনেক বড় সংস্থা।

নতুন যুদ্ধবিমান কেনার জন্য কয়েক বছর আগে থেকেই রাফাল নির্মাতা দসল্ত অ্যাভিয়েশনের সঙ্গে কথা শুরু হয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের। বোয়িং, সাব এবি এবং দসল্তের তৈরি বিভিন্ন গোত্রের যুদ্ধবিমানের সক্ষমতা খতিয়ে দেখার পর দসল্তের তৈরি রাফাল-ই সবচেয়ে পছন্দ হয়েছে ভারতের। রাফালের সঙ্গে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের কথাবার্তাও চূড়ান্ত পর্যায়ে। তবু বোয়িং হাল ছাড়তে নারাজ। দসল্তকে টেক্কা দিতে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিকে হাতিয়ার করতে চাইছে মার্কিন সংস্থাটি। বোয়িং শীর্ষ কর্তা জেফ কোহলার বলেছেন, ‘‘ভারত যদি দেশের মাটিতে যুদ্ধবিমান তৈরি করে অর্থনীতিকে চাঙ্গা করার সুযোগ নিতে চায়, তা হলে কি ৫০০ কোটি ডলারের সংস্থা দসল্তের হাত ধরে তা করবে? নাকি ৯৭০০ কোটি ডলারের সংস্থা বোয়িং-এর সঙ্গে এগোবে? ভারতকেই তা স্থির করতে হবে।’’

আরও পড়ুন:

ভারতীয় বায়ুসেনার দু’টি স্কোয়াড্রনই চুরমার করতে পারে পাক এয়ারফোর্সকে!

ভারত এখন বিশ্বের বৃহত্তম অস্ত্রশস্ত্র আমদানিকারকদের অন্যতম। তার পাশাপাশি ভারত অন্য দেশে সমরাস্ত্র অস্ত্রশস্ত্র রফতানি করাও শুরু হয়েছে।তবে গত অর্থবর্ষে ভারত আমদানি করেছে ৫৬০ কোটি ডলারের সমরাস্ত্র। সেখানে রফতানির পরিমাণ মাত্র ১৫ কোটি ডলার। বোয়িং-এর প্রস্তাব, তাদের হাত ধরে ভারত এই রফতানির পরিমাণ বহুগুণ বাড়িয়ে নিক। অর্থাৎ, ভারতেই যুদ্ধবিমান তৈরি করবে বোয়িং। ভারতীয় বায়ুসেনা বোয়িং-এর সেই কারখানা থেকে দ্রুত যুদ্ধবিমান পাবে। তার পাশাপাশি ভারতের কারখানা থেকে গোটা বিশ্বে যুদ্ধবিমান রফতানিও করবে বোয়িং। তাতে লাভবান হবে ভারতীয় অর্থনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচিও অনেকটা গতি পাবে। মার্কিন নৌসেনার জন্য যে এফ/এ-১৮ যুদ্ধবিমান বোয়িং তৈরি করে, ভারতেও সেই যুদ্ধবিমানই তৈরির প্রস্তাব দিয়েছে বোয়িং। ভারতও বোয়িং-এর প্রস্তাবে উৎসাহী। রাফাল কেনার পথ থেকে ভারত পিছিয়ে আসবে না ঠিকই। তবে বিশ্বের বৃহত্তম যুদ্ধবিমান নির্মাতা সংস্থা বোয়িংকে দেশে এনে ভারত থেকে অস্ত্রশস্ত্র বিদেশে রফতানির সুযোগ হাতছাড়া করতেও নরেন্দ্র মোদীর সরকার নারাজ। ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে এই নিয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে। বোয়িং কর্তারা এখন সেই চুক্তির দিকেই উদগ্রীব হয়ে চেয়ে আছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Boeing Make in India Rafale MostReadStories
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE