Advertisement
E-Paper

বাংলাদেশের পরিস্থিতি। বিহারে কে হবেন মুখ্যমন্ত্রী। শুভমনদের খবর। আবহাওয়া। আর কী কী নজরে

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে ফাঁসির শাস্তি শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। ফাঁসির শাস্তি ঘোষণার পরেই ভারত সরকারের কাছে শেখ হাসিনাদের ফেরত চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ০৭:৫১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে ফাঁসির শাস্তি শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। ফাঁসির শাস্তি ঘোষণার পরেই ভারত সরকারের কাছে শেখ হাসিনাদের ফেরত চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কিন্তু দুই দেশের মধ্যে হওয়া বন্দি প্রত্যর্পণ চুক্তি বলছে, এ ক্ষেত্রে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য নয় ভারত। অন্য দিকে, বিচারের নামে প্রহসনের অভিযোগ তুলে বাংলাদেশে বিক্ষোভ অব্যাহত রেখেছে হাসিনার দল আওয়ামী লীগ। হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া নিয়ে সে দেশে নতুন করে আগুন জ্বলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। আজ এই সংক্রান্ত সামগ্রিক পরিস্থিতির দিকে নজর থাকবে।

মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিক ভাবে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার। রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়ে এসেছেন তিনি। নতুন সরকারে নীতীশই আবার মুখ্যমন্ত্রী হবেন কি না, তা স্পষ্ট নয়। তবে কোনও কোনও সূত্রে দাবি, ফের নীতীশের উপরেই আস্থা রাখবে এনডিএ। সূত্রের আরও দাবি, চলতি সপ্তাহেই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে বিহারে। তার আগে শাসক জোটের প্রস্তুতির দিকে নজর থাকবে আজ।

ইডেন টেস্ট হারার পর এখনও শহর ছাড়েনি ভারতীয় ক্রিকেট দল। আজ ইডেনে অনুশীলন করার কথা দলের। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দলের সঙ্গেই রয়েছেন শুভমন গিল। শনিবার, ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে শুরু দ্বিতীয় টেস্ট। সেই টেস্টে শুভমনের খেলা এখনও নিশ্চিত নয়। কতটা সুস্থ তিনি? থাকছে ভারতীয় দলের সব খবর।

এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় আজ আবার নামছে ভারত। রবিবার পাকিস্তানের কাছে হেরেছে বৈভব সূর্যবংশীরা। ব্যাটিং, বোলিং সবেতেই ব্যর্থ হয়েছে ভারত। বৈভব নিজেই সহজ ক্যাচ ফেলেছে। আজ ভারতের বিরুদ্ধে ওমান। খেলা রাত ৮টা থেকে। তার আগে পাকিস্তান মুখোমুখি আমিরশাহির। এই ম্যাচ বিকেল ৩টে থেকে। বি গ্রুপে পাকিস্তানই এখন শীর্ষে রয়েছে। তাদের দু’ম্যাচে ৪ পয়েন্ট। ভারত এবং ওমানের দু’ম্যাচে ২ পয়েন্ট। দু’টি ম্যাচই দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল সোনি লিভ অ্যাপে।

রঞ্জি ট্রফিতে ভাল জায়গায় বাংলা। অসমের বিরুদ্ধে ৬৭ রানে এগিয়ে অভিমন্যু ঈশ্বরণের দল। হাতে এখনও ৬ উইকেট। সরাসরি জয়ের কথা ভাবতেই পারে বাংলা। নজর রয়েছে মহম্মদ শামির দিকেও। তাঁর সামনে আবার ভারতীয় দলে জায়গা করে নেওয়ার লড়াই। কল্যাণীতে আজ তৃতীয় দিনের খেলা শুরু সকাল ৯টা থেকে।

আগামী চার দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তার পরের তিন দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভোরবেলা কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ। দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে।

News of the Day Bangladesh Situation Nitish Kumar Indian Cricket team ACC Mens Asia Cup Rising Stars 2025 Ranji Trophy 2025-26 Weather Today
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy