প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতের প্রভাব পড়ছে পাকিস্তানের অর্থনীতিতেও। গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত বন্ধ। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগও কার্যত বন্ধ হয়ে গিয়েছে। পাকিস্তানের বাজারে ফল ও সব্জির দাম ক্রমে বাড়ছে। সম্প্রতি টম্যাটোর দাম বাড়তে বাড়তে আকাশ ছুঁয়ে ফেলেছে। এক লাফে ৪০০ শতাংশ বেড়ে পাকিস্তানের বাজারে ৬০০ টাকা (পাকিস্তানি মুদ্রা) প্রতি কেজি দরে টম্যাটো বিক্রি হচ্ছে, দাবি সংবাদ সংস্থা রয়টার্সের এক রিপোর্টে।
আরও পড়ুন:
গত ১১ অক্টোবর থেকে পাক-আফগান সীমান্ত বন্ধ। ওই সময় থেকে দুই দেশ সেনা সংঘাতে জড়িয়ে পড়েছিল। আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলা এবং তার পরবর্তী সময়ে তালিবান সরকারের জবাব সীমান্তকে উত্তপ্ত করে তুলেছিল। বর্তমানে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে সমঝোতা হয়েছে। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও তলানিতে। ফলে সীমান্ত স্বাভাবিক হয়নি। স্বাভাবিক হয়নি ব্যবসায়িক লেনদেন। কাবুলে পাক-আফগান বাণিজ্যিক চেম্বারের প্রধান খান জান আলোকোজ্যায় রয়টার্সকে বলেছেন, ‘‘প্রতি দিন উভয় পক্ষের ১০ লক্ষ ডলার করে ক্ষতি হচ্ছে। আমাদের এখান থেকে প্রতি দিন ৫০০টি বাক্সে সব্জি রফতানি করা হয়। সব থমকে গিয়েছে।’’ দুই দেশের সীমান্তা পণ্যভর্তি পাঁচ হাজার বাক্স পড়ে পড়ে নষ্ট হচ্ছে, মেনে নিয়েছেন পাকিস্তানের এক আধিকারিকও। তিনি জানিয়েছেন, পাকিস্তানের বাজারে টম্যাটো এবং আপেলের ঘাটতি দেখা দিয়েছে। আপেলের মূল উৎসই আফগানিস্তান। এই পণ্যগুলির দাম বাড়ছে হু হু করে।
পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সারা বছরে প্রায় ২৩০ কোটি ডলারের বাণিজ্য চলে। আদানপ্রদানকারী পণ্যের তালিকায় রয়েছে তাজা ফল, সব্জি, ধাতু, ওষুধ, গম, ধান, চিনি, মাংস এবং দুগ্ধজাত বিভিন্ন সামগ্রী।