Advertisement
২০ এপ্রিল ২০২৪

টরন্টোয় ট্রাকের ধাক্কায় মৃত ১০

সোমবার দুপুর দেড়টা নাগাদ উত্তর টরন্টোর এক ব্যস্ত রাস্তার মোড়ে হঠাৎই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি ট্রাক। অন্তত ৩০জন পথচারীকে ধাক্কা দেয় সেটি।

এই দুর্ঘটনার সঙ্গে কি সন্ত্রাসের যোগ রয়েছে? খতিয়ে দেখছে প্রশাসন।

এই দুর্ঘটনার সঙ্গে কি সন্ত্রাসের যোগ রয়েছে? খতিয়ে দেখছে প্রশাসন।

সংবাদ সংস্থা
টরন্টো শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৮ ১০:৫৬
Share: Save:

কানাডার টরন্টোয় প্রায় ৩০জন পথচারীকে ধাক্কা দিল ট্রাক।

সোমবার দুপুর দেড়টা নাগাদ উত্তর টরন্টোর এক ব্যস্ত রাস্তার মোড়ে হঠাৎই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি ট্রাক। অন্তত ৩০জন পথচারীকে ধাক্কা দেয় সেটি। তার পরে ঘটনাস্থল থেকে পালায়।এই ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকটি ব্লক দূরে গিয়ে চালককে পাকড়াও করা হয়।

ঘটনার পরেই ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ।কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের দাবি, অভিযুক্ত চালকের নাম আলেক মিনাসিয়ান, বয়স ২৫। তার সঙ্গে কোনও জঙ্গিগোষ্ঠীর যোগাযোগের খবর এখনও পাওয়া যায়নি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে লিখেছেন, ‘‘এখনও পর্যন্ত টরন্টোর পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক তথ্য জানতে পেয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Toronto Canada
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE