Advertisement
E-Paper

লিবিয়ায় ট্রাক-বোমা বিস্ফোরণ, হত ৫০

ট্রাক-বোমার বিস্ফোরণে লিবিয়ায় অন্তত ৫০ জন প্রাণ হারালেন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে লিবিয়ার পশ্চিমদিকে উপকূলবর্তী শহর জলিতেন-এর এক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে। রাষ্ট্রপুঞ্জের বিশেষ প্রতিনিধি মার্চিন কোবলের জানিয়েছেন, এটি আত্মঘাতী হামলা। এখনও কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ২০:৩৫

ট্রাক-বোমার বিস্ফোরণে লিবিয়ায় অন্তত ৫০ জন প্রাণ হারালেন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে লিবিয়ার পশ্চিমদিকে উপকূলবর্তী শহর জলিতেন-এর এক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে। রাষ্ট্রপুঞ্জের বিশেষ প্রতিনিধি মার্চিন কোবলের জানিয়েছেন, এটি আত্মঘাতী হামলা। এখনও কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে জলিতেন শহর। পুলিশের প্রশিক্ষণ কেন্দ্র আল-জাহফাল গদ্দাফির সময়ে সেনাঘাঁটি ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকালে প্রশিক্ষণ চলার সময়ে হামলা হয়। বিস্ফোরক ভর্তি ট্রাকটি প্রশিক্ষণ কেন্দ্রের গেট ভেঙে ঢুকে পড়ে। তার পরেই প্রবল বিস্ফোরণ হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, মৃতের সংখ্যা অন্তত ৫০। ১২৭ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাডতে পারে বলে স্থানীয় প্রশাসনের আশঙ্কা। আহতদের চিকিৎসার সুবিধার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আহতদের ত্রিপোলি এবং মিসরাতা শহরে নিয়ে যাওয়া হচ্ছে।

২০১১-এ গদ্দাফি ক্ষমতা থেকে অপসারিত হওয়া পরেও লিবিয়ায় শান্তি ফেরেনি। নানা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগেই থেকেছে। কয়েক বার সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছছে যে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা অপহৃত হয়েছেন। অশান্তির এই পটভূমিতে ক্ষমতা বিস্তার করেছে ইসলামিক স্টেট (আইএস)। কয়েক মাস আগেই আইএস লিবিয়ার কুড়ি জনেরও বেশি খ্রিস্টানকে হত্যা করেছিল। এ দিনের হামলার পিছনে আইএস-এর হাত আছে কি না তা এখনও জানা যায়নি।

truck bomb blast kills in
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy