Advertisement
E-Paper

আর এক উপদেষ্টাকে সরাতে চান ট্রাম্প

তবে হোয়াইট হাউসের কোনও আধিকারিক সরকারি ভাবে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। যদিও ওই দৈনিক হোয়াইট হাউসের পাঁচ জন আধিকারিকের নাম প্রকাশ করেছে, যাঁরা ট্রাম্পের এই নতুন সিদ্ধান্ত সম্পর্কে অবহিত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ০২:৩৩

মাত্র চার দিন আগেই বিদেশ সচিবের পদ থেকে রেক্স টিলারসনকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এতেই থেমে থাকছেন না ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এ বার জোর জল্পনা, নিজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টারকেও সরাতে চলেছেন ট্রাম্প। তবে এখনই নয়। ম্যাকমাস্টারকে সরাতে নাকি এখন খানিকটা সময় নিতে চান প্রেসিডেন্ট। একটি প্রথম সারির মার্কিন দৈনিক গত কাল একটি রিপোর্টে এই দাবি করেছে।

তবে হোয়াইট হাউসের কোনও আধিকারিক সরকারি ভাবে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। যদিও ওই দৈনিক হোয়াইট হাউসের পাঁচ জন আধিকারিকের নাম প্রকাশ করেছে, যাঁরা ট্রাম্পের এই নতুন সিদ্ধান্ত সম্পর্কে অবহিত। রিপোর্টে দাবি করা হয়েছে, অপছন্দের ম্যাকমাস্টারকে সরিয়ে তাঁর জায়গায় জন বল্টন অথবা কিথ কেলোগকে আনতে চাইছেন ট্রাম্প। বল্টন এক সময় রাষ্ট্রপুঞ্জে আমেরিকার দূত ছিলেন। আর কেলোগ আপাতত জাতীয় নিরাপত্তা কাউন্সিলের চিফ অব স্টাফ।

প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরেই টিলারসনকে বিদেশ সচিব পদে নিযুক্ত করেছিলেন ট্রাম্প। তিনিই ছিলেন এই পদের জন্য প্রেসিডেন্টের প্রথম পছন্দ। কিন্তু গত এক বছরে নানা কারণে বিদেশ সচিবের সঙ্গে প্রেসিডেন্টের মনোমালিন্য প্রকাশ্যে আসে। গত বছরের মাঝামাঝি থেকেই তাই গুঞ্জন শুরু হয়, তবে কি সরছেন টিলারসন? সেই জল্পনাই অবশেষে সত্যি হয় গত মঙ্গলবার। টিলারসনকে সরানোর পরপরই ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, নিজের ক্যাবিনেটে এই ধরনের আরও রদবদল আনতে চলেছেন তিনি। বলেছিলেন, ‘‘আমি নিজের পছন্দের ক্যাবিনেট পাওয়ার খুব কাছাকাছি চলে এসেছি।’’

মাসখানেক আগে মাইকেল ফ্লিনকে সরিয়ে ম্যাকমাস্টারকে নিরাপত্তা উপদেষ্টার পদে আনেন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে ফ্লিনের গোলমাল বাধায় সরতে হয়েছিল ফ্লিনকে।

Donald Trump US Herbert Raymond McMaster National Security Advisor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy