ইসলামাবাদ বিস্ফোরণকাণ্ডের দায় স্বীকার করল বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তার জানিয়েছে, ইসলামাবাদের বিচারবিভাগকে নিশানা করে পরিকল্পিত হামলা চালিয়েছেন তাদের যোদ্ধারা!
কিন্তু কেন এই হামলা, নেটমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পাকিস্তানের অ-ইসলামি আইনে যে সব বিচারক, আইনজীবী ও কর্মকর্তা রায় দেন, তাঁদের নিশানা করা হয়েছে। পাকিস্তানে ‘শরিয়া আইন’ কার্যকর না করা হলে আরও হামলা চালানো হবে।’’ প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে পাকিস্তানের রাজধানী শহরের জি-১১ এলাকায় জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে ওই বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ৩৬ জন। তাঁদের মধ্যে কয়েক জনের আঘাত গুরুতর।
আরও পড়ুন:
রাজধানী ইসলামাবাদের পাশাপাশি আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশেও পাক সেনার কনভয়ে মঙ্গলবার হামলা চালিয়েছে টিটিপি বিদ্রোহীরা। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার অবশ্য মঙ্গলবারের হামলার জন্য ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছে। প্রসঙ্গত, আমেরিকায় ড্রোন হামলায় নিহত জঙ্গিনেতা বায়তুল্লা মেহসুদ প্রতিষ্ঠিত টিটিপি গত দেড় দশকেরও বেশি সময় ধরে পাক সেনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে তারা। পাকিস্তান সরকার এবং সেনা তাদের ‘ফিতনা আল-খোয়ারিজ়’ নামে চিহ্নিত করে। টিটিপি ভারত এবং আফগানিস্তানের শাসক তালিবানের একাংশ থেকেও তার মদত পাচ্ছে বলে ইসলামাবাদের অভিযোগ।