E-Paper

দিনে ১০ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু, বৈঠক রাষ্ট্রপুঞ্জে

বিশ্ব জুড়ে তীব্র সমালোচনার মুখে ইজ়রায়েলি সেনাবাহিনী আজ জানিয়েছে, তারা গাজ়া ভূখণ্ডের তিনটি এলাকা— গাজ়া সিটি, দের আল-বালা এবং মুয়াসিতে প্রতিদিন ১০ ঘণ্টা করে যুদ্ধ বন্ধ রাখবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ০৬:৫৪
অভুক্ত গাজ়াবাসীদের জন্য বিমান থেকে ফেলা হচ্ছে ত্রাণমাসামগ্রী। রবিবার উত্তর গাজ়া ভূখণ্ডে।

অভুক্ত গাজ়াবাসীদের জন্য বিমান থেকে ফেলা হচ্ছে ত্রাণমাসামগ্রী। রবিবার উত্তর গাজ়া ভূখণ্ডে। ছবি: রয়টার্স।

কোনও শিল্পীর পক্ষে সম্ভব নয়, তাঁর সবচেয়ে সাধের রঙ-তুলি বেচে দেওয়া। কিন্তু খিদের জ্বালায় তাই করতে চাইছেন মহম্মদ আবু ওন। সমাজমাধ্যমে নিজের প্রিয় ক্যামেরা, লেন্সের ছবি দিয়ে লিখেছেন, ‘আমি এক জন চিত্রসাংবাদিক। গাজ়ার বাসিন্দা মহম্মদ আবু ওন। আমি আমার সামগ্রী ও সংবাদমাধ্যমের ছাপ দেওয়া বুলেটপ্রুফ জ্যাকেটটি (প্রেস শিল্ড) বিক্রি করতে চাই। সেই অর্থদিয়ে আমার পরিবার ও নিজের জন্য খাবার কিনব।’

চরমে পৌঁছেছে যুদ্ধবিধ্বস্ত গাজ়ার দুর্ভিক্ষ। এক-তৃতীয়াংশ বাসিন্দা দীর্ঘদিন ধরে অভুক্ত। ৪ লক্ষ ৭০ হাজার মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন। বিশ্ব জুড়ে তীব্র সমালোচনার মুখে ইজ়রায়েলি সেনাবাহিনী আজ জানিয়েছে, তারা গাজ়া ভূখণ্ডের তিনটি এলাকা— গাজ়া সিটি, দের আল-বালা এবং মুয়াসিতে প্রতিদিন ১০ ঘণ্টা করে যুদ্ধ বন্ধ রাখবে। ওই সময়ে ত্রাণের ট্রাক ঢুকতে দেওয়া হবে জনবহুল অঞ্চলগুলিতে। আজ থেকেই এই ‘কৌশলগত বিরতি’ শুরু হচ্ছে বলে ঘোষণা করেছে তারা। যদিও ইজ়রায়েলের উপর ‘ভরসা’ রাখতে পারছেন না অনেকেই। গত এক মাসে অসংখ্য বার নিজেদের আয়োজন করা ত্রাণশিবিরগুলোতেই ক্ষুধার্ত মানুষের ভিড় লক্ষ্য করে গুলি চালিয়েছে ইজ়রায়েলি সেনা। শ’য়ে শ’য়ে প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে।

আজ আকাশপথে গাজ়ায় ত্রাণসামগ্রী ফেলেছে জর্ডন ও সংযুক্ত আরব আমিরশাহি। জর্ডনের দু’টি বিমান ও সংযুক্ত আরব আমিরশাহির একটি বিমান ২৫ টন খাবার ও অন্যান্য সামগ্রী ফেলেছে বলে জানিয়েছে জর্ডন সেনাবাহিনী। গত কাল ইজ়রায়েল ঘোষণা করেছিল, তারা আকাশপথে ত্রাণের বস্তা ফেলবে। শোনা যাচ্ছে, কথামতো আজ তারাও বিমান থেকে ময়দা, চিনি, রেডিমেড খাবার ফেলেছে গাজ়ার বিভিন্ন প্রান্তে। যদিও এক দিকে যখন মানবিক সাহায্যের কথা জানাচ্ছে ইজ়রায়েল, অন্য দিকে অভিযোগ উঠছে, সমুদ্রপথে আসা ত্রাণের জাহাজ আটকে দিয়েছে তারা। গত কাল রাতে এমনই একটি জাহাজ আটকে সেটি আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। ‘হান্ডালা’ নামে জাহাজটি ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার। এ মাসের গোড়ায় সিসিলি থেকে পাড়ি দিয়েছিল জাহাজটি। গাজ়ায় ত্রাণসামগ্রী পৌঁছে দিতে আসছিল তারা। জাহাজটিতে ১৯ জন সমাজকর্মী ও ২ সাংবাদিক ছিলেন। মিশরের উপকূলের ৫০ কিলোমিটার আগে তাঁদের আটকানো হয়। জায়গাটি গাজ়া ভূখণ্ড থেকে ১০০ কিলোমিটার দূরে। স্বেচ্ছাসেবী সংস্থাটি তাদের এক্স-হ্যান্ডলে জানিয়েছে, ইজ়রায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় আইন লঙ্ঘন করে জাহাজে উঠে পড়ে। ইজ়রায়েলের বিদেশ মন্ত্রক অবশ্য দাবি করেছে, ‘‘জাহাজটি নিরাপদে ইজ়রায়েলের তীরে পৌঁছেছে। যাত্রীরা সকলে নিরাপদে আছেন।’’ একটি প্রথম সারির ব্রিটিশ সংবাদমাধ্যম ইজ়রায়েলকে কটাক্ষ করে তাদের রিপোর্টে লিখেছে, জাহাজটিতে উপস্থিত থাকা সমাজকর্মী ও সাংবাদিকেরা বিভিন্ন দেশের নাগরিক। কেউ অস্ট্রেলিয়া, ফ্রান্স, কেউ ব্রিটেন, আমেরিকার বাসিন্দা। তাঁদের ‘অপহরণ’ করেছে ইজ়রায়েলি বাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইজ়রায়েলের কড়া সমালোচনা করলেও, ফ্রান্স প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিলেও ইউরোপের আর এক শক্তিধর দেশ ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আজ বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর কথায়, ‘‘আমিও প্যালেস্টাইন দেশটার পক্ষে রয়েছি। কিন্তু তাকে স্বীকৃতি দেওয়ার আগে তো দেশটা প্রতিষ্ঠা করতে হবে!’’ আগামিকাল রাষ্ট্রপুঞ্জে ইজ়রায়েল-প্যালেস্টাইন নিয়ে দু’দিনের সম্মেলন বসছে। দ্বিরাষ্ট্র-নীতির দিকে তাকিয়ে অনেকেই। তার আগে মেলোনির মন্তব্য সম্মেলনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। এ বারের বৈঠকে নেতৃত্ব দেবে ফ্রান্স ও সৌদি আরব। ১১৫টি দেশ যোগ দেবে বৈঠকে। ফ্রান্স আগেই জানিয়েছে, তারা এই বৈঠকেই আনুষ্ঠানিক ভাবে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবে। ‘প্রতিবাদ’ হিসেবে আমেরিকা জানিয়েছে, তারা যোগ দেবে না সম্মেলনটিতে। ভারতের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে শোনা গিয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

gaza Israel Army UN Israel-Hamas Conflict

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy