Advertisement
২৪ এপ্রিল ২০২৪

১০০ বোমারু বিমান উড়বে ভারতীয় নৌসেনার যুদ্ধাজাহাজ থেকে

দু’টি সর্বাধুনিক যুদ্ধজাহাজ আসছে ভারতীয় নৌবাহিনীতে। তিনটি যুদ্ধজাহাজের ইলেকট্রনিক ব্যবস্থাও, আক্ষরিক অর্থেই, সর্বাধুনিক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৫ ১২:৪৯
Share: Save:

দু’টি সর্বাধুনিক যুদ্ধজাহাজ আসছে ভারতীয় নৌবাহিনীতে।

তিনটি যুদ্ধজাহাজের ইলেকট্রনিক ব্যবস্থাও, আক্ষরিক অর্থেই, সর্বাধুনিক।

ভারতীয় নৌবাহিনীর ওই নতুন যুদ্ধজাহাজগুলির নাম- ‘আইএনএস-কাদমাত’ ও ‘আইএনএস-কিলটন’। এ খবর জানিয়েছেন নৌবাহিনীর এক পদস্থ কর্তা।

এদের মধ্যে ‘হিরো’র নাম-‘আইএনএস-কাদমাত’। ভারতীয় নৌবাহিনীর হাতে এখনও পর্যন্ত যতগুলি যুদ্ধজাহাজ রয়েছে, ‘আইএনএস-কাদমাত’ তাদের মধ্যে বৃহত্তম। কতটা বড় জানেন? সাড়ে চার একর! জাহাজই বটে! সাড়ে চার একরের ওই যুদ্ধজাহাজ পুরোপুরি ভাবে নৌবাহিনীর হাতে এসে যাবে ২০১৮-র শেষে বা ২০১৯-এর গোড়ার দিকে। এই যুদ্ধজাহাজটি থেকে এক সঙ্গে একশোটি যুদ্ধবিমান উড়ে যেতে পারবে। একই সঙ্গে বহু দিক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ারও বিরল ক্ষমতা রযেছে এই সর্বাধুনিক যুদ্ধজাহাজের। একই সঙ্গে বানানো হচ্ছে সাতটি ফ্রিগেট। ৫০ হাজার কোটি টাকায় বানানো হচ্ছে ওই ফ্রিগেটগুলি।

‘আইএনএস-কাদমাত’-এর সেন্সর ও রাডারগুলি এতটাই সর্বাধুনিক যে, এগুলি শত্রু পক্ষের রাডারের নজর এড়িয়ে যেতে পারে খুব সহজেই।

আর সাবমেরিন ধ্বংস করার জন্য ভারতীয় নৌবাহিনীর হাতে বছর দু’-তিনেকের মধ্যেই আসছে দ্বিতীয় যুদ্ধজাহাজ ‘আইএনএস-কিলটন’। চারটি ডিজেল মোটরে চলবে ৩৫৮ ফুট লম্বা ওই যুদ্ধজাহাজ। এর গতিবেগ হবে ২৫ নট বা ঘণ্টায় ৪৬ কিলোমিটার। ঘণ্টায় ৩৩ কিলোমিটার গতিবেগে এই যুদ্ধজাহাজ থেকে ৫,৫৫০ কিলোমিটার দূরে ছোঁড়া যাবে ক্ষেপণাস্ত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE