এত ঝাঁঝালো গন্ধ কেন? পাশে বসা যাত্রীকে প্রশ্ন করেছিলেন সহযাত্রী। আর তা নিয়েই গন্ডগোলের সূত্রপাত। সেই গন্ডগোল শেষ অবধি পৌঁছোল হাতাহাতিতে। দুই যাত্রীকে নিয়ে তখন বিমানের মধ্যে হুলস্থুল। সহযাত্রীরা থামানোর চেষ্টা করছিলেন দু’জনকেই। বিমানসেবিকাও তাঁদের গন্ডগোল মেটানোর জন্য ছুটে আসেন। এত কিছু করেও দু’জনকে আটকানো যাচ্ছিল না।
এ দিকে, বিমান ছাড়ারও সময় হয়ে গিয়েছিল। কিন্তু সুগন্ধি নিয়ে দুই যাত্রীর লড়াইয়ে সেই সময়ও পেরিয়ে গেল। প্রায় দু’ঘণ্টা পর যাত্রীদের নিয়ে উড়ল বিমান। এমনই আজব একটি ঘটনা ঘটেছে চিনের সেনজ়েন এয়ারলাইন্সের একটি বিমানে। বিবাদের সূত্রপাত এক জনের গায়ে মাখা সুগন্ধি, অন্য জনের গায়ের দুর্গন্ধ নিয়ে।
আরও পড়ুন:
বিমান সংস্থা সূত্রে খবর, পাশাপাশি আসনে বসে ছিলেন দুই মহিলা যাত্রী। তাঁদের মধ্যে হঠাৎই এক জন অন্য জনের গায়ের দুর্গন্ধ নিয়ে আপত্তি জানান। কেন সুগন্ধি মাখেন না, তা নিয়েও প্রশ্ন তোলেন। এ কথা শোনার পর ওই যাত্রী তাঁর সহযাত্রীকে পাল্টা প্রশ্ন করেন, ‘‘আপনি এত ঝাঁঝালো সুগন্ধি মেখেছেন কেন? আমার অসহ্য লাগুছে।’’ ব্যস, শুরু হয়ে যায় তর্কাতর্কি। দুর্গন্ধ বনাম ঝাঁঝালো সুগন্ধি নিয়ে সেই তর্কাতর্কি আচমকাই হাতাহাতিতে পৌঁছোয়। এক বিমানসেবিকা এসে বিবদমান দুই যাত্রীকে থামানোর চেষ্টা করতে গিয়ে আহতও হন। দুই যাত্রীর মারামারি জেরে বিমানও ছাড়তে দেরি হয়। অবশেষে দু’জনকে সরিয়ে দেওয়া হয়। দু’ঘণ্টা পর বিমান গন্তব্যের অভিমুখে রওনা হয়।