Advertisement
E-Paper

দেখুন রাস্তায় ছিনতাইবাজকে কী ভাবে মারলেন এই মহিলা!

ক্যাব আসতে একটু দেরি হচ্ছিল, সে সময় বাইকে আসা এক যুবক এসে তাঁকে লিফ্ট দিতে আগ্রহ প্রকাশ করে। বিশ্বাসকরে ওই যুবতী বাইকের পেছনে বসেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ১৭:৩৫
মেরে ডাকাতের মুখের অবস্থা এ রকম করেছেন ওই মহিলা। ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

মেরে ডাকাতের মুখের অবস্থা এ রকম করেছেন ওই মহিলা। ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

রাস্তায় অপেক্ষারত মহিলাকে দেখে ছিনতাই করার চেষ্টা করেছিলেন এক যুবক। কিন্তু সেই কাজের পরিনতি যে এ রকম ভয়ঙ্কর হবে তা বোধ হয় ভাবতেও পারেননি ওই যুবক। ওই মহিলার সাহসিকতার ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই এই ঘটনার প্রক্ষিতে মন্তব্য করেছেন,‘যেমন কর্ম, তেমন ফল’।

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর রাস্তায় রাতেরবেলা ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন এক মহিলা। ক্যাব আসতে একটু দেরি হচ্ছিল, সে সময় বাইকে আসা এক যুবক এসে তাঁকে লিফ্ট দিতে আগ্রহ প্রকাশ করে। বিশ্বাস করে ওই যুবতী বাইকের পেছনে বসেন।

কিছু দূর এগিয়ে যাওয়ার পর ওই মহিলা মোবাইল পকেটে রাখতে যাবেন, তখন ওই যুবক বলে মোবাইলটি তাকে দিয়ে দিতে। পাশাপাশি সে জানায় অস্ত্র আছে তাঁর কাছে। তাই ওই মহিলা যেন চুপচাপ বসে থাকেন।

কিন্তু মহিলা যে চুপচাপ বসে থাকার পাত্রী নয় সেটা ওই ডাকাত যুবকের জানা ছিল না। তাই অস্ত্রের কথা বলার পর অস্ত্র বের করার আগেই দু’টি ঘুষি পড়ে গেছে ওই যুবকের মুখে। তার পরই কয়েকটি লাথি। আর সেই লাথি যার তার নয়। ‘আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ’-এর ফাইটার পলিয়ানা ভিয়ানার।

On the left is @polyanaviana, one of our @UFC fighters and on the right is the guy who tried to rob her #badfuckingidea

A post shared by Dana White (@danawhite) on

আরও পড়ুন: কত সহজে বিছানায় নিয়ে যাওয়া যায় ছাত্রীদের, তা নিয়ে সমীক্ষায় হইচই

সে দেশের সংবাদ মাধ্যমকে পলিয়ানা জানিয়েছেন, ‘‘ও আমার কাছেই বসেছিল। তাই আমার মনে হল তার কাছে যদি সত্যিই বন্দুক থাকে, তবুও তা বের করার সময় পাবে না। তাই দুটি ঘুষি চালিয়ে দিলাম আমি।’’

আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের প্রেসিডেন্ট ডানা হোয়াইট ওই যুবক ও মহিলার ছবি দিয়ে ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার পর থেকেই পলিয়ানাকে দেখে সাহস সঞ্চয় করেছে অনেক মানুষ।

আরও পড়ুন: আট বছর ধরে সন্ন্যাসিনী হওয়ার প্রশিক্ষণ নিয়েও পর্নস্টার হয়ে গেলেন!

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

Rio de Janeiro UFC Fighter Polyana Viana Robber
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy