Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Britain

ইইউ ছাড়তে চার হাজার কোটি ইউরো দিচ্ছে ব্রিটেন!

‘ইউকে টেলিগ্রাফ’-এর রবিবারের এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে।

টেরেসা মে। রয়টার্সের তোলা ফাইল চিত্র।

টেরেসা মে। রয়টার্সের তোলা ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ১৯:৫১
Share: Save:

ইউরোপীয় ইউনিয়ন থেকে পুরোপুরি বেরিয়ে আসার জন্য মোটা টাকা দিতে চলেছে ব্রিটেন! সূত্রের খবর, প্রায় এ জন্য চার হাজার কোটি ইউরো দিচ্ছে টেরেসা মে-র প্রশাসন। যদিও সরকারি ভাবে এ বিষয়ে কোনও সত্যতা স্বীকার করা হয়নি। ‘ইউকে টেলিগ্রাফ’-এর রবিবারের এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে, তিনটি সরকারি সূত্রকে উদ্ধৃত করা হয়েছে।

আরও পড়ুন: প্যারিস জলবায়ু চুক্তি ছাড়তে চিঠি আমেরিকার

আরও পড়ুন: উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা রাষ্ট্রপুঞ্জের, সায় চিনেরও

এ বছরের গোড়াতেই ব্রেক্সিটের বিচ্ছেদ চিঠিতে সই করে ছিলেন টেরেসা মে। যদিও, ইইউ-এর রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, ২০২২-এর আগে কিছুতেই জোট ছেড়ে পুরোপুরি বেরিয়ে আসতে পারবে না ব্রিটেন। কারণ এত অল্প সময়ের মধ্যে এত দিনের সব দায়বদ্ধতা থেকে মুক্তি পাবে না রানির দেশ। ব্রিটেনকে কোনও বাড়তি ছাড় দিতেও রাজি নয় ইইউ৷ প্রকাশ্যে অবশ্য তিক্ততা চাইছে না কাউন্সিল। কারণ ব্রিটেন বাজার ছাড়লে ভোগান্তি রয়েছে বাকি ২৭টি সদস্য দেশের। মনে করা হচ্ছে, দ্রুত ইইউ থেকে বেরিয়ে আসার জন্যই এই অর্থ দেবে ব্রিটেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE