মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সোমবার বৈঠকে বসার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির। তবে বৈঠকের আগের মুহূর্তেও রুশ-ইউক্রেন সংঘর্ষ অব্যাহত। সোমবারও ইউক্রেনের বায়ুসেনা দাবি করেছে, গত রাত থেকে চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ক্রেমলিন। একই সঙ্গে ইউক্রেনের উপর ১৪০টি ড্রোন হামলাও চালানো হয়েছে বলে অভিযোগ। অন্য দিকে, রাশিয়ারও দাবি, ইউক্রেন তাদের পরমাণুকেন্দ্রের কাছে ড্রোন হামলার চেষ্টা করেছে। তবে পরমাণুকেন্দ্রের কোনও ক্ষতি হয়নি।
রাশিয়ার উত্তর-পশ্চিম প্রান্তে স্মোলেন্স্ক শহরে একটি পরমাণুকেন্দ্র রয়েছে। এটি রাশিয়ার অন্যতম বড় পরমাণুকেন্দ্র। সংবাদ সংস্থা রয়টার্স অনুসারে, রুশ পরমাণু গবেষণা সংস্থা রসাটম জানিয়েছে, ড্রোন হামলার ফলে স্মোলেন্স্কে পরমাণুকেন্দ্রের কাজে কোনও ক্ষতি হয়নি। রাশিয়ার দাবি, রবিবার ইউক্রেন ওই পরমাণুকেন্দ্রে হামলার চেষ্টা করে। একটি চালকহীন বোমারু বিমান (ড্রোন বিমান) দিয়ে হামলার চেষ্টা করে ইউক্রেনের বাহিনী। তবে সেই হামলা প্রতিহত করা হয়েছে বলেই দাবি মস্কোর।
প্রায় তিন বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলে আসছে। ইতিমধ্যে ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ নিজেদের কব্জায় নিয়ে ফেলেছে রুশ বাহিনী। এর মধ্যে রয়েছে ডনবাস (পূর্ব ইউক্রেনের ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়)-এর একটি বিস্তীর্ণ অঞ্চল। রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ইতিমধ্যে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সেরে নিয়েছেন। ওই বৈঠকে জ়েলেনস্কিকে ছিলেন না। তবে পুতিনের সঙ্গে বৈঠকের পরে জ়েলেনস্কিকে ফোন করেছিলেন ট্রাম্প। সোমবার জ়েলেনস্কির সঙ্গে আলাদা ভাবে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।
আরও পড়ুন:
আলাস্কায় পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কোনও সিদ্ধান্ত সেখানে হয়নি। তবে ট্রাম্প এবং পুতিন উভয়েই দাবি করেন, বৈঠক ‘ইতিবাচক’ এবং ‘ফলপ্রসূ’ হয়েছে। ট্রাম্প জানান, এ বার বাকিটা জ়েলেনস্কির উপর নির্ভর করছে। এ অবস্থায় সোমবার ট্রাম্প-জ়েলেনস্কি বৈঠকের পর যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক কোনও অগ্রগতি হয় কি না, সে দিকে নজর থাকবে।